ভূমিকম্প দিল্লি সহ হরিয়ানা ও গুরুগ্রামে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৭

- আপডেট : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: ভূকম্পনে কেঁপে উঠল রাজধানী দিল্লি, হরিয়ানা সহ বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩. ৭। সোমবার রাতে মৃদু কম্পনে কেঁপে ওঠে দিল্লির-এনসিআর-এর বিভিন্ন এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল হরিয়ানার গুরুগ্রাম থেকে প্রায় ৪৫ কিলোমিটার এবং নয়াদিল্লি থেকে ৫৪ কিলোমিটার দূরে ছিল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ রিপোর্ট অনুসারে, সোমবার রাত ১০.৪৬ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। দিল্লির বিস্তীর্ণ এলাকা সহ হরিয়ানা ও গুরুগ্রামে। ভূমিকম্পের মাত্রা ৩.৭ ছিল। হরিয়ানাতেই ভূমিকম্প মূল আঘাত হানে।
করোনা আবহের প্রথম ঢেউ চলাকালীন দিল্লিতে একাধিকবার কম্পন অনুভূত হয়। এছাড়া উত্তর-পূর্ব ভারত অসমেও কম্পন অনুভূত হয়েছিল। বার বার কম্পনে উদ্বেগ প্রকাশ করে মোদি সরকার।