অর্থ পাচারের মামলায় মেহবুবা মুফতির মাকে ইডির তলব

- আপডেট : ৭ জুলাই ২০২১, বুধবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ১৪ জুলাই অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতির মাকে তলব করেছে। মঙ্গলবার সমনের ব্যাপারে এই তথ্য জানা গিয়েছে৷ মেহবুবার মা গুলশান নাজিরকে শ্রীনগরে কেন্দ্রীয় তদন্তকারী এই এজেন্সির সামনে হাজির হতে বলা হয়েছে।
মেহবুবা আশ্চর্য প্রকাশ করে জানান যে, পিডিপি সীমানা পুনর্বিন্যাস কমিশনের সঙ্গে সাক্ষাৎ না করার সিদ্ধান্ত নিল যেদিন, সেদিনই মাকে ইডি নোটিশ জারি করল। তাঁর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই খবর পোস্ট করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ইডি আমার মাকে অজানা এক অভিযোগে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য তলব করেছে। রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানোর জন্য ভারত সরকার প্রবীণ নাগরিকদেরও রেহাই দিচ্ছে না। এনআইএ এবং ইডির মতো এজেন্সিগুলি এখন প্রতিশোধের হাতিয়ারে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, গত মাসেই প্রধানমন্ত্রী মোদির ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন কাশ্মীরের প্রথম সারির নেতারা৷ সেখানে কাশ্মীরের নির্বাচন, ডিলিমিটেশন ইত্যাদি ব্যাপারে মোদি নেতাদের সহায়তা করতে অনুরোধ জানান৷ পিডিপি এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাশ্মীরিদের আস্থা ফিরিয়ে না এনেই নির্বাচনে তাদের সায় নেই৷ তাছাড়া সারা দেশে নির্বাচনী আসন পুনর্বিন্যাস হবে ২০২১ সালের আদমশুমারী অনুযায়ী৷ কিন্তু কাশ্মীরের ক্ষেত্রে সেটা ২০১১র শুমারী অনুযায়ী কেন, প্রশ্ন পিডিপির৷