নকল বিয়ের কার্ড ছাপিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ, মামলা দায়ের

- আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার
- / 1
দেবশ্রী মজুমদার, বীরভূম: ভুয়ো বিয়ের কার্ড ছাপিয়ে রূপশ্রী প্রকল্পের আওতায় সরকারি অর্থ তছরুপের অভিযোগে আট ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে নলহাটি থানায় অভিযোগ দায়ের করলেন নলহাটি-২ ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী। অথচ চার বছর আগে তাদের বিয়ে হয়ে গেছে। এমনকি তাদের কারো সন্তান আছে। জানা গেছে, নলহাটি-২ ব্লকের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা মোমেনা খাতুন, রুবিনা খাতুন, সমাপ্তি দাস, হাসনেরা খাতুন, লুসিনা খাতুন, মুরসেদা খাতুন ও তিলোরা গ্রামের গৌরী মাল এবং আশা মালের অনেক আগেই বিয়ে হয়েছে। কিন্তু সেই ঘটনা গোপন করে তাদের নামে বিয়ের কার্ড ছাপিয়ে রূপশ্রী প্রকল্পের আওতায় ২৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

জানা গেছে, বাবা সাইরুদ্দিন সেখের মেয়ে মোমেনা খাতুনের চার বছর আগে বিয়ে হয়। তাঁর একটি সন্তানও আছে। কিন্তু রূপশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করতে গিয়ে তারা মিথ্যে বিয়ে কার্ড পর্যন্ত ছাপায়। আবার গৌরী মাল ও আশা মালেরা কপালের সিঁদুর তুলে ছবি তুলে অবিবাহিত সেজে সরকারি টাকা আত্মসাৎ করে।

গত ১৬ জুলাই নলহাটি -২ বিডিওর অভিযোগের ভিত্তিতে নলহাটি থানা ভারতীয় দণ্ডবিধির ৪/৭/৪২০/৪৬৫/৪৬৮/৪৭১ ( প্রযুক্তিগত প্রতারণা, ঘুষ, নথি প্রতারণা) ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে।
সূত্রের খবর, অভিযুক্তরা যাঁদের প্রলোভনের ফাঁদে পড়ে এই বেআইনি কাজ করেছেন তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা প্রশাসন নেবে বলে জানা গেছে।