১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েম্বলিতে বিশ্বযুদ্ধ জার্মান আগ্রাসন রুখতে তৈরি ব্রিটিশরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ জুন ২০২১, সোমবার
  • / 1

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুই প্রতিপক্ষ ফের লড়াইয়ে। ওয়েম্বলিতে ফের মহাযুদ্ধ। ১৯৬৬ ওয়েম্বলির ফাইনালের পর ফের একবার মুখোমুখি ইংল্যান্ড-জার্মানি। সেবার জার্মানদের দর্পচূর্ণ করেছিলেন জিওফ হার্স্ট নামক এক ব্রিটিশ কিংবদন্তি। প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ববি চার্লটন– রজার হান্ট– জিমি গ্রেভসরা এখনও বেঁচে আছেন। সেদিনের সেই ফাইনালের পর তাঁরা তাঁদের স্বপ্নের ওয়েম্বলিতে দেখবেন আরও একটা নক আউট। সেটা ছিল ফাইনাল– এটা প্রি-কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ দলটার নাম সেই জার্মানি। ৬৬’বিশ্বকাপের সেই মহান ফাইনালের পর ২০০১ সালে ইংল্যান্ড ফ্রেন্ডলি ম্যাচে জার্মানিকে হারিয়ে দিয়েছিল ৫-১ গোলে। সেই ইংল্যান্ড আর এই ইংল্যান্ডেও অনেক তফাৎ। গ্যারেথ সাউথগেটের এই দলটাতে হ্যারি কেন– ফিল ফোডেন– রহিম স্টারলিং– হ্যারি ম্যাগুয়েরের মতো ফুটবলার রয়েছেন– যাঁরা যখন তখন ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। ইংল্যান্ডের রিজার্ভ বেঞ্চে ডর্জন স্যাঞ্চোর মতো ফুটবলার রয়েছেন। যদিও তাঁর ভূমিকা নিয়ে একটু অসন্তুষ্ট ব্রিটিশ কোচ সাউথগেট।

১৯৬৬ সালের জার্মানি ও ২০২১ সালের জার্মানি– তফাৎ হয়ত অনেক। কিন্তু ফুটবলটা পরিবর্তন হয়নি। তাতে আগ্রাসি মনোভাব যেমন রয়েছে– তেমনই রয়েছে এরিয়াল পাসে বিপক্ষকে ভড়কে দেওয়ার প্রবণতা। জার্মান দলেও বেশ টাফ ফুটবলার রয়েছেন। গিনটার– হামেলস– রুডিগারদের কাঁধে ভর দিয়ে নিজেদের ঘর গোছাতে চেষ্টা করছেন জার্মান কোচ জোয়াকিম লো। সঙ্গে কিমিচ– হাবার্টজ– মুলার ও নাব্রি রয়েছেন। সার্জি ন্যাব্রি এখনও পর্যন্ত তেমন বিশেষ কিছু করে দেখাতে পারেননি। কিন্তু ইংল্যান্ডের টিমটার কথা চিন্তা করে তাঁকে প্রথম এগারোতে রাখার ভাবনা রয়েছে জার্মান কোচ জোয়াকিম লোয়ের। গোরেটজকা সাধারণত বদলি প্লেয়ার হিসেবে নামেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশেই খেলাতে চলেছেন লো।

ইংল্যান্ড টিমে আবার কোভিডের ছায়া। বিলি গিলমারের রিপোর্ট পজিটিভ আসার পর নিজেদের সেল্ফ আইসোলেশনে নিয়ে গিয়েছেন ম্যাসন মাউন্ট ও বেলি চিলওয়েল। । তাঁকে তাই প্রথম একাদশে রাখার চিন্তা করেই রেখেছেন ইংল্যান্ড কোচ। সাউথগেটের ভরসার প্রথম নাম এই মুহূর্তে হ্যারি কেন।

অন্যদিকে পর্তুাগালের বিরুদ্ধে গ্রূপের  ম্যাচে জার্মানি যে ফুটবল খেলেছে– তাতে মনে করা হচ্ছিল তাঁরা প্রতিযোগিতায় ফিরে এসেছে– কিন্তু হাঙ্গেরির কাছে জার্মান ফুটবল ততটা দানা বাঁধেনি। গুনদোগান ইতিমধ্যেই হলুদ কার্ড দেখে বসে আছেন– তাই কোয়ার্টার ফাইনালের কথা চিন্তা করে জোয়াকিম লো তাঁকে এই ম্যাচে খেলাবেন না। গ্রূপের শেষ ম্যাচে লেরয় সানেকে খেলিয়েছিলেন লো। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে রিজার্ভেই রাখার কথা ভেবেছেন লো। রুডিগারের কিছুটা ঠাণ্ডা লেগেছে। তিনি অনুশীলনে আসেননি। তবে জার্মানি কোচ তাঁকে প্রথম একাদশে রাখছেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়েম্বলিতে বিশ্বযুদ্ধ জার্মান আগ্রাসন রুখতে তৈরি ব্রিটিশরা

আপডেট : ২৮ জুন ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুই প্রতিপক্ষ ফের লড়াইয়ে। ওয়েম্বলিতে ফের মহাযুদ্ধ। ১৯৬৬ ওয়েম্বলির ফাইনালের পর ফের একবার মুখোমুখি ইংল্যান্ড-জার্মানি। সেবার জার্মানদের দর্পচূর্ণ করেছিলেন জিওফ হার্স্ট নামক এক ব্রিটিশ কিংবদন্তি। প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ববি চার্লটন– রজার হান্ট– জিমি গ্রেভসরা এখনও বেঁচে আছেন। সেদিনের সেই ফাইনালের পর তাঁরা তাঁদের স্বপ্নের ওয়েম্বলিতে দেখবেন আরও একটা নক আউট। সেটা ছিল ফাইনাল– এটা প্রি-কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ দলটার নাম সেই জার্মানি। ৬৬’বিশ্বকাপের সেই মহান ফাইনালের পর ২০০১ সালে ইংল্যান্ড ফ্রেন্ডলি ম্যাচে জার্মানিকে হারিয়ে দিয়েছিল ৫-১ গোলে। সেই ইংল্যান্ড আর এই ইংল্যান্ডেও অনেক তফাৎ। গ্যারেথ সাউথগেটের এই দলটাতে হ্যারি কেন– ফিল ফোডেন– রহিম স্টারলিং– হ্যারি ম্যাগুয়েরের মতো ফুটবলার রয়েছেন– যাঁরা যখন তখন ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। ইংল্যান্ডের রিজার্ভ বেঞ্চে ডর্জন স্যাঞ্চোর মতো ফুটবলার রয়েছেন। যদিও তাঁর ভূমিকা নিয়ে একটু অসন্তুষ্ট ব্রিটিশ কোচ সাউথগেট।

১৯৬৬ সালের জার্মানি ও ২০২১ সালের জার্মানি– তফাৎ হয়ত অনেক। কিন্তু ফুটবলটা পরিবর্তন হয়নি। তাতে আগ্রাসি মনোভাব যেমন রয়েছে– তেমনই রয়েছে এরিয়াল পাসে বিপক্ষকে ভড়কে দেওয়ার প্রবণতা। জার্মান দলেও বেশ টাফ ফুটবলার রয়েছেন। গিনটার– হামেলস– রুডিগারদের কাঁধে ভর দিয়ে নিজেদের ঘর গোছাতে চেষ্টা করছেন জার্মান কোচ জোয়াকিম লো। সঙ্গে কিমিচ– হাবার্টজ– মুলার ও নাব্রি রয়েছেন। সার্জি ন্যাব্রি এখনও পর্যন্ত তেমন বিশেষ কিছু করে দেখাতে পারেননি। কিন্তু ইংল্যান্ডের টিমটার কথা চিন্তা করে তাঁকে প্রথম এগারোতে রাখার ভাবনা রয়েছে জার্মান কোচ জোয়াকিম লোয়ের। গোরেটজকা সাধারণত বদলি প্লেয়ার হিসেবে নামেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশেই খেলাতে চলেছেন লো।

ইংল্যান্ড টিমে আবার কোভিডের ছায়া। বিলি গিলমারের রিপোর্ট পজিটিভ আসার পর নিজেদের সেল্ফ আইসোলেশনে নিয়ে গিয়েছেন ম্যাসন মাউন্ট ও বেলি চিলওয়েল। । তাঁকে তাই প্রথম একাদশে রাখার চিন্তা করেই রেখেছেন ইংল্যান্ড কোচ। সাউথগেটের ভরসার প্রথম নাম এই মুহূর্তে হ্যারি কেন।

অন্যদিকে পর্তুাগালের বিরুদ্ধে গ্রূপের  ম্যাচে জার্মানি যে ফুটবল খেলেছে– তাতে মনে করা হচ্ছিল তাঁরা প্রতিযোগিতায় ফিরে এসেছে– কিন্তু হাঙ্গেরির কাছে জার্মান ফুটবল ততটা দানা বাঁধেনি। গুনদোগান ইতিমধ্যেই হলুদ কার্ড দেখে বসে আছেন– তাই কোয়ার্টার ফাইনালের কথা চিন্তা করে জোয়াকিম লো তাঁকে এই ম্যাচে খেলাবেন না। গ্রূপের শেষ ম্যাচে লেরয় সানেকে খেলিয়েছিলেন লো। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে রিজার্ভেই রাখার কথা ভেবেছেন লো। রুডিগারের কিছুটা ঠাণ্ডা লেগেছে। তিনি অনুশীলনে আসেননি। তবে জার্মানি কোচ তাঁকে প্রথম একাদশে রাখছেন।