মাদ্রাসাতেও পাশ ১০০ শতাংশ– মার্কশিটে দেওয়া হয়েছে গ্রেড

- আপডেট : ২৩ জুলাই ২০২১, শুক্রবার
- / 0
পুবের কলম প্রতিবেদকঃ হাই মাদ্রাসা– আলিম এবং ফাজিলের মূল্যায়নের ফলাফলে একশো শতাংশ উত্তীর্ণ হয়েছে। মাধ্যমিক সমতুল্য হাই মাদ্রাসায় একশো– আলিমে একশো এবং উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিলে একশো শতাংশ পাশের নজির গড়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছাত্রছাত্রীরা।
শুক্রবার বেলা এগারোটায় সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে ফল প্রকাশ করেন মাদ্রাসা বোর্ডের সভাপতি ড. আবু তাহের কমরুদ্দিন। এদিন তিনি বলেন– এ বছর হাই মাদ্রাসা– আলিম– ফাজিল মিলিয়ে প্রথম দশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ৬২ জন। শুধু হাই মাদ্রাসায় মোট ৩৫ জন প্রথম দশের মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ স্থানাধিকারি পেয়েছে ৮০০ এর মধ্যে ৭৯৭। আলিমের মূল্যায়নে ৯০০ নম্বরের মধ্যে যুগ্মভাবে ৮৯৬ পেয়েছে। প্রথম দশে ১৭ জন ছাত্রছাত্রী রয়েছে। ফাজিল পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে পেয়েছে ৫৭৪। প্রথম দশে রয়েছে ১০ জন।
এ বছর মাদ্রাসা বোর্ডে নিয়মিত এবং অন্যান্য ছাত্রছাত্রী মিলে মোট পরীক্ষার্থী ছিল ৭৪ হাজার ২৬৭ জন। এর মধ্যে ছাত্র ছিল ২৪ হাজার ৭৭৩ জন। ছাত্রী ৪৯ হাজার ৪৯৪ জন। ছাত্রীর সং্যূা ছিল প্রায় দ্বিগুণ। পাশের হার একশো শতাংশ। হাই মাদ্রাসায় ছাত্রছাত্রী ৫৬ হাজার ৫০৭ জন– এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৫৭৬– ছাত্রী ৪৯ হাজার ৯৩১ জন। আলিমে মোট পরীক্ষার্থী ১২ হাজার ১৮৬। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৪১১ জন এবং ছাত্রী ৬ হাজার ৭৭৫ জন। ফাজিল পরীক্ষার্থী ৫ হাজার ৫৭৪। এর মধ্যে ছাত্র ২ হাজার ৭৮৬ এবং ছাত্রী ২ হাজার ৭৮৮ জন।
মোট অমুসলিম পাশ করেছে ৩ হাজার ২১৫ জন। এর মধ্যে ছাত্র পাশ করেছে ১ হাজার ১৩৭ জন। ছাত্রী পাশ ২ হাজার ৭৮ জন। অমুসলিম জেনারেল পরীক্ষার্থী পাশ করেছে ১ হাজার ৮৬৫ জন। এসসি পাশ করেছে ৮৭৬ জন– এসটি পাশ করেছে ৩১৭ জন। ওবিসি পাশ ১৪৭ জন। উর্দু মিডিয়াম থেকে মোট পাশ করেছে ১ হাজার ৯০ জন। সব জেলায় ১০০ শতাংশ পাশ করলে হুগলি এবং উত্তর দিনাজপুরে ৯৯.৯৭ শতাংশ পাশ করেছে। এ বছরও মার্কশিটে দেওয়া হয়েছে গ্রেড মার্কস।
এ বছর হাই মাদ্রাস এবং আলিমে নবম শ্রেণির ৫০ শতাংশ নম্বর এবং ইন্টারন্যাল অ্যাসেসমেন্টে ৫০ শতাংশ নম্বরের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়েছে। ফাজিল পরীক্ষার ক্ষেত্রে আগের দশম শ্রেণির ৪০ নম্বর এবং একাদশ শ্রেণির ৬০ নম্বরের ভিত্তিতে ফল বের হয়েছে। পর্ষদ সভাপতি আরও জানান– করোনা কালের জন্য পরীক্ষা হয়নি। এই ফলাফলে কোনও ছাত্রছাত্রী অসন্তোষ্ট হলে পুনরায় পরীক্ষা দিতে পারবে আবেদনকারীরা। তবে করোনা পরিস্থিতি মিটলে ওই পডYয়াদের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেবে পর্ষদ।
পর্ষদ সভাপতি আরও বলেন– ফল প্রকাশের পর থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ফল জানতে পারবে পডYয়ারা। ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করা যাবে। সেই সঙ্গে অনলাইনে বিষয় ভিত্তিক নম্বরও রাখা হয়েছে। এদিন ফল জানানোর পাশাপাশি রাজ্যের ৯টি বিতরণ কেন্দ্র থেকে স্কুল কর্তৃপক্ষদের মার্কশিট সহ অন্যান্য সার্টিফিকেট বিতরণ করার ব্যবস্থা করে পর্ষদ। এদিনই অভিভাবকরা মাদ্রাসায় গিয়ে মার্কশিট– অ্যাডমিট– সার্টিফিকেট সহ অন্যান্য নথিপত্র ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন দেূিয়ে নেওয়ার বিষয়ে জানানো হয়। মাদ্রাসা পর্ষদের দেওয়া নির্ধারিত ওয়েবসাইট নম্বর
http:www.wbbme.org/ http:wbresults.nic.in/ http:www.exametc.com
এছাড়া WBBME স্পেস দিয়ে Registration no লিখে ৫৬০৭০ নম্বরে মোবাইল এর মাধ্যমে এসএমএস করলেও ফলাফল জানা যাবে।
মাদ্রাসার ছাত্রছাত্রীদের পঠনপাঠনের এগিয়ে যাওয়ার কারণ উল্লেূ করে পর্ষদ সভাপতি বলেন– মীনা মঞ্চের বিভিন্ন কর্মকান্ড এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মাদ্রাসার পডYয়াদের সাফল্য এনেছে।
এদিন মাদ্রাসার ফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারদাহ– সিরাতের আবু সিদ্দিক খান– মাদ্রাসা শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক প্রমুখ। এদিন পর্ষদের দফতরে এসে তাঁরা ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।