১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
পবিত্র ঈদুল আজহার নামাজ পাঠের সময় আফগান প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিস্ফোরণ

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২০ জুলাই ২০২১, মঙ্গলবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র ঈদুল আজহার নামাজ চলাকালীন কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিস্ফোরণের ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। দেশটির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্ট্যানিকজাই জানিয়েছেন, প্যালেসের বাইরে তিনটি রকেট আঘাত করে। এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর জানা যায়নি।
জানা গেছে, প্যালেসের প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছিল। এখানে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানিও উপস্থিত ছিলেন। বিস্ফোরণের শব্দ হলেও নামাজ চলমান থাকে। পরে ঘানি বাইরের এক পোডিয়াম থেকে ভাষণ দেন।