১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইমানদার চোর!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক:  চুরি হয়েছে– এমন তো সবাই শুনেছেন। কিন্তু চোর যদি হয় ইমানদার! বিষয়টা ঠিক বুঝলেন না তো? আসলে চুরি করার পর চোর চিঠি লিখে জানিয়ে গেছে– তার চুরির কারণ কী! মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় পুলিশের বাড়িতেই এমন এক ‘মানবিক চোরের’ আগমনের খবর চাউর হতেই হাসির রোল।

ঠিক কী কারণে সে ইমানদার? এমন কী করল সে? ঘটনা হল– সোমবার রাতে এক পুলিশ কর্মীর বাড়িতে হানা দেয় এক চোর। সোনা-রূপোর গয়না নিয়ে পগারপাড়। তবে যাওয়ার আগে একটি চিঠি লিখে যায় সে। তাতে লেখা– ‘সরি বন্ধু। আমি যদি এই কাজটি না করতাম– তবে আমার বন্ধু মারা যেত। চিন্তা করবেন না। টাকা পেলেই আমি তা ফিরিয়ে দেব।’

সংবাদমাধ্যম সূত্রে খবর, ছত্তিশগড় পুলিশ বাহিনীতে কর্মরত ওই পুলিশকর্মী। তিনি জানিয়েছেন– ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। সোমবার রাতে স্ত্রী ও সন্তানরা ফিরতেই চোখে  পড়ে তালা ভাঙা। গোটা ঘর তছনছ। গয়নাগাটি সব উধাও। চোরের প্রতি সহমর্মিতা থাকলেও আইন অনুযায়ী অবশ্য ওই পুলিশ কর্মী চুরির অভিযোগ দায়ের করেছেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইমানদার চোর!

আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  চুরি হয়েছে– এমন তো সবাই শুনেছেন। কিন্তু চোর যদি হয় ইমানদার! বিষয়টা ঠিক বুঝলেন না তো? আসলে চুরি করার পর চোর চিঠি লিখে জানিয়ে গেছে– তার চুরির কারণ কী! মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় পুলিশের বাড়িতেই এমন এক ‘মানবিক চোরের’ আগমনের খবর চাউর হতেই হাসির রোল।

ঠিক কী কারণে সে ইমানদার? এমন কী করল সে? ঘটনা হল– সোমবার রাতে এক পুলিশ কর্মীর বাড়িতে হানা দেয় এক চোর। সোনা-রূপোর গয়না নিয়ে পগারপাড়। তবে যাওয়ার আগে একটি চিঠি লিখে যায় সে। তাতে লেখা– ‘সরি বন্ধু। আমি যদি এই কাজটি না করতাম– তবে আমার বন্ধু মারা যেত। চিন্তা করবেন না। টাকা পেলেই আমি তা ফিরিয়ে দেব।’

সংবাদমাধ্যম সূত্রে খবর, ছত্তিশগড় পুলিশ বাহিনীতে কর্মরত ওই পুলিশকর্মী। তিনি জানিয়েছেন– ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। সোমবার রাতে স্ত্রী ও সন্তানরা ফিরতেই চোখে  পড়ে তালা ভাঙা। গোটা ঘর তছনছ। গয়নাগাটি সব উধাও। চোরের প্রতি সহমর্মিতা থাকলেও আইন অনুযায়ী অবশ্য ওই পুলিশ কর্মী চুরির অভিযোগ দায়ের করেছেন।