২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভের ৭ মাস : রাজধানীতে ঢোকার পরিকল্পনা কৃষকদের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার
  • / 1

পুবের কলম ওয়েবডেস্কঃ : কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে সাত মাস ধরে বিক্ষোভ দেখানোর পর কৃষকরা দেশের রাজধানীতে শনিবার মিছিল করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, দিল্লির কিছু কিছু স্টেশনে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি পুলিশের পরামর্শ অনুযায়ী নিরাপত্তার কথা খেয়াল রেখে ইয়েলো লাইনের তিনটি মেট্রো স্টেশন যেমন বিশ্ববিদ্যালয়, সিভিল লাইন ও বিধানসভা শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বন্ধ রাখা হবে।

দেশের সমস্ত কৃষককে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লেখা স্মারকলিপি নিজের নিজের রাজ্যের রাজ্যপালের কাছে জমা দেওয়ার আবেদন জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। জরুরি অবস্থা জারির ৪৬তম বর্ষপূর্তির প্রেক্ষাপটে এই আন্দোলনের স্লোগান রাখা হয়েছে ‘খেতি বাচাও, লোকতন্ত্র বাচাও দিবস’। ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) ড দর্শন পাল বলেন, গত সাত মাসে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে ভারতের কৃষক সংগঠনগুলি বিশ্বের অন্যতম দীর্ঘ ও বিপুল আন্দোলন সংগঠিত করেছে। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। এই আন্দোলনকে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

কৃষক ইউনিয়নগুলির বক্তব্য অনুযায়ী, বিকেইউ প্রধান রাকেশ টিকাইতের নেতৃত্বে সাহারানপুর ও শিসাউলি থেকে হাজার হাজার মানুষ হাজির হয়েছেন গাজিপুর গেটে। শনিবারের মহা মিছিলের জন্য ট্র্যাক্টর নিয়ে তৈরি কৃষকরা। ভারতে কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসেও একটি প্রতিবাদ মিছিল বের হতে চলেছে। পাঞ্জাব খেত মজদুর ইউনিয়ন শুক্রবার ঘোষণা করেছিল যে, তারা মুখ্যমন্ত্রী অমরিন্দর সিঙের নিজের শহর পাতিয়ালাতে তিনি দিনের ধর্না শুরু করবে ৯ আগস্ট থেকে যদি না সমস্যার সুরাহা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিক্ষোভের ৭ মাস : রাজধানীতে ঢোকার পরিকল্পনা কৃষকদের

আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ : কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে সাত মাস ধরে বিক্ষোভ দেখানোর পর কৃষকরা দেশের রাজধানীতে শনিবার মিছিল করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, দিল্লির কিছু কিছু স্টেশনে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি পুলিশের পরামর্শ অনুযায়ী নিরাপত্তার কথা খেয়াল রেখে ইয়েলো লাইনের তিনটি মেট্রো স্টেশন যেমন বিশ্ববিদ্যালয়, সিভিল লাইন ও বিধানসভা শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বন্ধ রাখা হবে।

দেশের সমস্ত কৃষককে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লেখা স্মারকলিপি নিজের নিজের রাজ্যের রাজ্যপালের কাছে জমা দেওয়ার আবেদন জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। জরুরি অবস্থা জারির ৪৬তম বর্ষপূর্তির প্রেক্ষাপটে এই আন্দোলনের স্লোগান রাখা হয়েছে ‘খেতি বাচাও, লোকতন্ত্র বাচাও দিবস’। ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) ড দর্শন পাল বলেন, গত সাত মাসে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে ভারতের কৃষক সংগঠনগুলি বিশ্বের অন্যতম দীর্ঘ ও বিপুল আন্দোলন সংগঠিত করেছে। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। এই আন্দোলনকে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

কৃষক ইউনিয়নগুলির বক্তব্য অনুযায়ী, বিকেইউ প্রধান রাকেশ টিকাইতের নেতৃত্বে সাহারানপুর ও শিসাউলি থেকে হাজার হাজার মানুষ হাজির হয়েছেন গাজিপুর গেটে। শনিবারের মহা মিছিলের জন্য ট্র্যাক্টর নিয়ে তৈরি কৃষকরা। ভারতে কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসেও একটি প্রতিবাদ মিছিল বের হতে চলেছে। পাঞ্জাব খেত মজদুর ইউনিয়ন শুক্রবার ঘোষণা করেছিল যে, তারা মুখ্যমন্ত্রী অমরিন্দর সিঙের নিজের শহর পাতিয়ালাতে তিনি দিনের ধর্না শুরু করবে ৯ আগস্ট থেকে যদি না সমস্যার সুরাহা হয়।