আজ সউদি আরবে রোযা শুরু, ভারতে আগামীকাল
- আপডেট : ১ মার্চ ২০২৫, শনিবার
- / 0
রিয়াদ: সউদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে রমযান মাস শুরু হবে। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ৫৭ মিনিটে চাঁদ দেখতে পাওয়া গিয়েছে।
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও আজ থেকেই শুরু হচ্ছে পবিত্র রমযান মাস। শুক্রবার রাতে পড়া হয়েছে প্রথম রোযার তারাবির নামায। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, যেখানে মুসলিম জনসংখ্যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি। দেশটিতে প্রায় ২৪ কোটি ১০ লাখ মুসলমান বাস করেন। যা দেশের জনসংখ্যার প্রায় ৮৮ শতাংশ। তবে ইন্দোনেশিয়ার প্রতিবেশী দুই দেশ – মালয়েশিয়া ও ব্রুনাইয়ে রমযান শুরু হবে ২ মার্চ। দুটি দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। সিঙ্গাপুরেও রোযা শুরু হবে রবিবার । এছাড়া ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি।
বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১ মার্চ রমযান শুরুর ঘোষণা দেয়। ফরাসি মুসলিম কাউন্সিলও ঘোষণা করেছে, ফ্রান্সে পবিত্র রমযান শনিবার থেকে শুরু হবে। এ বছর ফরাসি কাউন্সিল অব মুসলিম ফিতরা নির্ধারণ করেছে ৯ ইউরো। ওমানের প্রধান কমিটির সালতানাতও ঘোষণা করেছে, রমযানের চাঁদ দেখা গেছে। ১ মার্চ পবিত্র রমযান মাসের প্রথম দিন হবে। আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমযানের চাঁদ দেখা যায়।
পাকিস্তানে শুক্রবার পবিত্র রমযান মাসের চাঁদ দেখা যায়নি। ফলস্বরূপ সেখানে আগামী ২ মার্চ প্রথম রোযা পালন করা হবে। ভারতেও রবিবার থেকে রমযান মাস পালিত হবে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক জামা মসজিদের ইমাম ঘোষণা করেছেন, চাঁদ দেখা যায়নি। সেই কারণে প্রথম রোযা হবে রবিবার।
রমযান ইসলামী ক্যালেন্ডারের নবম এবং মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস। বিশ্বের জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মুসলমানদের জন্য এই মাসটি সংযম, ধর্মীয় প্রতিফলন, বর্ধিত প্রার্থনা, দান এবং সম্প্রদায়ের জন্য একটি বিশেষ সময়। মাসজুড়ে তারা ভোর থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ে সমস্ত ধরণের খাদ্য ও পানীয় থেকে বিরত থাকেন। রোযা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং ধর্মের একটি মূল অংশজুড়ে এর বিস্তার রয়েছে। অন্য স্তম্ভগুলো হলো ঈমানের ঘোষণা, নামায, যাকাত এবং হজে যাওয়া।