১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলল সিকিমে, বন্ধ পর্যটন

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার ধাক্কা সামলে সবে কিছুটা সাড়া মিলতে শুরু করেছিল পর্যটন ক্ষেত্রে। ঠিক এরকম সময়ে প্রতিবেশী রাজ্য সিকিমে এবার হানা দিয়েছে করোনার ডেল্টা স্ট্রেন। স্বভাবতই পর্যটন ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। মাত্র মাস তিনেক পরেই দুর্গাপুজো। বাঙালি পর্যটকরা পাহাড় মুখো হবেন কিনা তাই নিয়েই চরম দোটানায় রয়েছেন পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।
ইতিমধ্যে সিকিমের অর্ধেক এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে। বন্ধ করা হয়েছে ছাঙ্গু লেক, বাবা মন্দির সহ বেশ কিছু পর্যটনকেন্দ্র।সবে দার্জিলিং ও সিকিমে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছিল।কিন্তু হটাৎ ডেল্টা স্ট্রেনের সন্ধান মেলায় ফের বদলে যেতে বসেছে সব হিসাব।