২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফারাহ খানের বিরুদ্ধে এফআইআর

Sumana Puber Kalom
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
  • / 0

মুম্বই: সিনেমা পরিচালক ফারাহ খানের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সমাজমাধ্যমে ভাইরাল ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত বিকাশ ফটক ফারহার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনেন। সম্প্রতি একটি রান্নার শো-তে ফারহা বলেন ‘হোলি ছাপড়িদের প্রিয় উৎসব’। কথাটি পরিচালক মজার ছলে বললেও অনেকেই ভালো চোখে দেখছেন না। সোশ্যাল মিডিয়ায় ফারহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। ফারহার বিরুদ্ধে মহারাষ্ট্রের খার থানায় অভিযোগ দায়ের করেন হিন্দুস্তানি ভাউ। জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গত, সেলিব্রিটি মাস্টারশেফের বিচারক ফারাহ খান বলেছিলেন, “হোলি সকল ছাপড়ি ছেলেদের প্রিয় উৎসব”। শুধু হিন্দুস্তানি ভাউ নন, ফারাহ খানের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা তাজিন্দর বাজ্ঞা। তিনি বলেন, “আমার মনে হয় ফারাহজি আপনিই সবথেকে বড় ছাপড়ি। আমরা বহু বছর ধরে, বহু শতাব্দী ধরে হোলি উদযাপন করে আসছি। ভারতের মানুষ হোলি এবং দীপাবলি ভালোভাবে উদযাপন করে কিন্তু আপনার মতো কিছু ছাপড়ি এসে এটিকে অপমান করার চেষ্টা করে”। ঘটনাটি ঘটেছে যখন ফারাহ খান রান্নার রিয়েলিটি শো ‘সেলিব্রিটি মাস্টার শেফস’-এ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে একটি ভিডিও ক্লিপে তাকে হোলি উৎসব সম্পর্কে কথা বলতে দেখা যায়। ফারাহ খান তিনি বলেন, “হোলি হল সমস্ত ছাপরি ছেলেদের প্রিয় উৎসব। এটা মনে রেখো।” ফারাহ এই মন্তব্যটি ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফারাহ খানের বিরুদ্ধে এফআইআর

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার

মুম্বই: সিনেমা পরিচালক ফারাহ খানের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সমাজমাধ্যমে ভাইরাল ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত বিকাশ ফটক ফারহার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনেন। সম্প্রতি একটি রান্নার শো-তে ফারহা বলেন ‘হোলি ছাপড়িদের প্রিয় উৎসব’। কথাটি পরিচালক মজার ছলে বললেও অনেকেই ভালো চোখে দেখছেন না। সোশ্যাল মিডিয়ায় ফারহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। ফারহার বিরুদ্ধে মহারাষ্ট্রের খার থানায় অভিযোগ দায়ের করেন হিন্দুস্তানি ভাউ। জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গত, সেলিব্রিটি মাস্টারশেফের বিচারক ফারাহ খান বলেছিলেন, “হোলি সকল ছাপড়ি ছেলেদের প্রিয় উৎসব”। শুধু হিন্দুস্তানি ভাউ নন, ফারাহ খানের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা তাজিন্দর বাজ্ঞা। তিনি বলেন, “আমার মনে হয় ফারাহজি আপনিই সবথেকে বড় ছাপড়ি। আমরা বহু বছর ধরে, বহু শতাব্দী ধরে হোলি উদযাপন করে আসছি। ভারতের মানুষ হোলি এবং দীপাবলি ভালোভাবে উদযাপন করে কিন্তু আপনার মতো কিছু ছাপড়ি এসে এটিকে অপমান করার চেষ্টা করে”। ঘটনাটি ঘটেছে যখন ফারাহ খান রান্নার রিয়েলিটি শো ‘সেলিব্রিটি মাস্টার শেফস’-এ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে একটি ভিডিও ক্লিপে তাকে হোলি উৎসব সম্পর্কে কথা বলতে দেখা যায়। ফারাহ খান তিনি বলেন, “হোলি হল সমস্ত ছাপরি ছেলেদের প্রিয় উৎসব। এটা মনে রেখো।” ফারাহ এই মন্তব্যটি ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।