২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘ভাড়া নিয়ে সিদ্ধান্ত পরে, আগে রাস্তায় বাস নামান’, বেসরকারি মালিকদের বার্তা ফিরহাদের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জুলাই ২০২১, সোমবার
  • / 1

পুবের কলম প্রতিবেদক:­ সরকারের কাছে জনস্বার্থ আগে। মানুষ প্রতিদিনই হয়রান হচ্ছেন। তাই বেসরকারি মালিকরা আগে রাস্তাতে বাস নামান। সরকার পরে ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করবে। সোমবার ঠিক এভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু তাই নয়– এ দিন বিধায়ক স্বর্ণকমল সাহাকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়। তিনি যাতে বাস মালিকদের সঙ্গে আলোচনা করে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতে রাজি করান– সেই দায়িত্ব দেওয়া হয়েছে।

এ দিন বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এ দিন প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা হয়। বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি স্বর্ণকমল সাহার সঙ্গেও কথা বলেন ফিরহাদ। বেশ কিছুক্ষণ ধরে কথা হয় দুজনের। পরে ফিরহাদ হাকিম বলেন– সবাইকে বলা হয়েছে যে আগে পথে বাস নামান। আপনাদের দাবি নিয়ে আলোচনা চলছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাড়া বৃদ্ধি নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির সুপারিশ সরকারের কাছে জমাও পড়েছে। তা নিয়ে নবান্ন সিদ্ধান্ত নেবে। তবে সবাই যাতে বাস চালান সেই আর্জিই জানান ফিরহাদ।

অন্য এক কথা প্রসঙ্গে ফিরহাদ হাকিম ইঙ্গিত দেন– বেসরকারি বাস মালিকরা বাস চালাতে রাজি না হলে সরকার তা অধিগ্রহণ করতে পারে। কড়া অবস্থান নিতে পারে বলে আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন।

প্রসঙ্গত– ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে সরকারি– বেসরকারি বাস চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধি মেনে সরকারি বাস– অটো– ট্যাক্সি নামলেও দেখা মিলছে না বেসরকারি বাসের। ফলে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এ দিকে বেসরকারি বাস মালিকদের বক্তব্য জ্বালানির দাম বেড়েছে। খরচও বাড়ছে ফলে পুরনো ভাড়ায় বাস চালানো যাবে না। এক প্রশ্নের জবাবে বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রদীপ নারায়ণ বসু বলেন– পুরনো ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। আমরা কোনও বাস মালিককে বাস চালাতে বাধা দিইনি। আমাদের দাবি– নতুন করে ভাড়া বাড়ানো হোক। আপাতত অনুদান দিয়ে যাতে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়– সেই কথাও আমরা বলেছি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ভাড়া নিয়ে সিদ্ধান্ত পরে, আগে রাস্তায় বাস নামান’, বেসরকারি মালিকদের বার্তা ফিরহাদের

আপডেট : ৫ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম প্রতিবেদক:­ সরকারের কাছে জনস্বার্থ আগে। মানুষ প্রতিদিনই হয়রান হচ্ছেন। তাই বেসরকারি মালিকরা আগে রাস্তাতে বাস নামান। সরকার পরে ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করবে। সোমবার ঠিক এভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু তাই নয়– এ দিন বিধায়ক স্বর্ণকমল সাহাকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়। তিনি যাতে বাস মালিকদের সঙ্গে আলোচনা করে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতে রাজি করান– সেই দায়িত্ব দেওয়া হয়েছে।

এ দিন বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এ দিন প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা হয়। বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি স্বর্ণকমল সাহার সঙ্গেও কথা বলেন ফিরহাদ। বেশ কিছুক্ষণ ধরে কথা হয় দুজনের। পরে ফিরহাদ হাকিম বলেন– সবাইকে বলা হয়েছে যে আগে পথে বাস নামান। আপনাদের দাবি নিয়ে আলোচনা চলছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাড়া বৃদ্ধি নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির সুপারিশ সরকারের কাছে জমাও পড়েছে। তা নিয়ে নবান্ন সিদ্ধান্ত নেবে। তবে সবাই যাতে বাস চালান সেই আর্জিই জানান ফিরহাদ।

অন্য এক কথা প্রসঙ্গে ফিরহাদ হাকিম ইঙ্গিত দেন– বেসরকারি বাস মালিকরা বাস চালাতে রাজি না হলে সরকার তা অধিগ্রহণ করতে পারে। কড়া অবস্থান নিতে পারে বলে আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন।

প্রসঙ্গত– ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে সরকারি– বেসরকারি বাস চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধি মেনে সরকারি বাস– অটো– ট্যাক্সি নামলেও দেখা মিলছে না বেসরকারি বাসের। ফলে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এ দিকে বেসরকারি বাস মালিকদের বক্তব্য জ্বালানির দাম বেড়েছে। খরচও বাড়ছে ফলে পুরনো ভাড়ায় বাস চালানো যাবে না। এক প্রশ্নের জবাবে বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রদীপ নারায়ণ বসু বলেন– পুরনো ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। আমরা কোনও বাস মালিককে বাস চালাতে বাধা দিইনি। আমাদের দাবি– নতুন করে ভাড়া বাড়ানো হোক। আপাতত অনুদান দিয়ে যাতে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়– সেই কথাও আমরা বলেছি।