১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গুনিয়া খাল পরিদর্শনে ফিরহাদ হাকিম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 1

পুবের কলম প্রতিবেদক:­ একটু ভারী বৃষ্টি হলেই ডুবে যায় শহরের বেশ কিছু অংশ। যাদবপুর থেকে টালিগঞ্জ– কালীঘাট থেকে বেহালা–  দক্ষিণ কলকাতার সবখানেই প্রায় এক ছবি। দ্রুত জল নিকাশির জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হলেও সমস্যা থেকেই যাচ্ছে। এদিকে এয়ারপোর্ট থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোর কাজ চলার দরুণ খালের একটা অংশ বন্ধ হয়ে গিয়েছে– আর তাতেই বাড়ছে জল-যন্ত্রণা। শহরের জল নিকাশির জন্য মোট পাঁচটি খাল রয়েছে– কিন্তু চারটিই প্রায় বন্ধ। স্বাভাবিকভাবেই মানুষকে যন্ত্রণা পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার গুনিয়া খাল পরিদর্শনে গিয়ে এ কথা জানান, রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মুখ্য-প্রশাসক ফিরহাদ হাকিম।

উল্লেখ্য– এদিন ফিরহাদ হাকিম শহরের জল নিকাশি খাল পরিদর্শনে যান। পাটুলির গুনিয়া খাল–  ই এম বাইপাস ও আনোয়ার শাহ রোড কানেক্টর-এর কাছে যেখানে মেট্রোর কাজ চলছে সেইসব জায়গা ঘুরে দেখেন তিনি। ছিলেন বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়াররাও। ফিরহাদের সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়– তারকেশ্বর চক্রবর্তী– দেবব্রত মজুমদার প্রমুখ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুনিয়া খাল পরিদর্শনে ফিরহাদ হাকিম

আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক:­ একটু ভারী বৃষ্টি হলেই ডুবে যায় শহরের বেশ কিছু অংশ। যাদবপুর থেকে টালিগঞ্জ– কালীঘাট থেকে বেহালা–  দক্ষিণ কলকাতার সবখানেই প্রায় এক ছবি। দ্রুত জল নিকাশির জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হলেও সমস্যা থেকেই যাচ্ছে। এদিকে এয়ারপোর্ট থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোর কাজ চলার দরুণ খালের একটা অংশ বন্ধ হয়ে গিয়েছে– আর তাতেই বাড়ছে জল-যন্ত্রণা। শহরের জল নিকাশির জন্য মোট পাঁচটি খাল রয়েছে– কিন্তু চারটিই প্রায় বন্ধ। স্বাভাবিকভাবেই মানুষকে যন্ত্রণা পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার গুনিয়া খাল পরিদর্শনে গিয়ে এ কথা জানান, রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মুখ্য-প্রশাসক ফিরহাদ হাকিম।

উল্লেখ্য– এদিন ফিরহাদ হাকিম শহরের জল নিকাশি খাল পরিদর্শনে যান। পাটুলির গুনিয়া খাল–  ই এম বাইপাস ও আনোয়ার শাহ রোড কানেক্টর-এর কাছে যেখানে মেট্রোর কাজ চলছে সেইসব জায়গা ঘুরে দেখেন তিনি। ছিলেন বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়াররাও। ফিরহাদের সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়– তারকেশ্বর চক্রবর্তী– দেবব্রত মজুমদার প্রমুখ।