৪০ বছরের ইতিহাসে এই প্রথম, প্রবল ভূমিধসের কবলে মহারাষ্ট্র, প্রাণহানি ৩৬ জনের, জলবন্দি হাজারের বেশি

- আপডেট : ২৩ জুলাই ২০২১, শুক্রবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কবলে মহারাষ্ট্র। ৪০ বছরের ইতিহাসে এই প্রথম প্রবল ভূমিধসের সাক্ষী থাকল মহারাষ্ট্র। এখনও পর্যন্ত ৩৬ জন প্রাণহানি ঘটেছে। উদ্ধার কাজে নামানো হয়েছে হেলিকপ্টার। রয়েছে নৌ বাহিনীর দুটি উদ্ধার দল, ১২টি স্থানীয়, উপকূলরক্ষী বাহিনী, দুটি বিপর্যয় মোকাবিলা। ডুবুরিদেরও কাজে নামানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী জোর কদমে উদ্ধার কার্য চালাচ্ছে। গোটা ঘটনায় উদ্বিগ্ন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সব দিক পর্যবেক্ষণ চালাচ্ছে ঠাকরে সরকার।

রাজ্যের কোঙ্কন অঞ্চলে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকায় মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় হাজারের ওপর মানুষ আটকে পড়েছে। মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে বন্যা কবলিত এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

বৃহস্পতিবারই শুধুমাত্র একটি জায়গা থেকেই ৩২ জনের নিথর দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাকি ৪ জনের দেহ অন্য জায়গা থেকে উদ্ধার করা হয়। ২৪ ঘন্টা ধরে অবিরাম বৃষ্টিতে মুম্বইয়ের চিপ্লুনের রত্নগিরিতে প্রায় ১২ ফুট উপর দিয়ে বইছে জল। ফুলে ফেঁপে উঠেছে বশিষ্ট নদী। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল। ব্যাহত বিদ্যুৎ সরবরাহ। ব্যাহত ফোন পরিষেবা।এমনকী কোভিড হাসপাতালেও জল ঢুকে গেছে। রোগীদের উদ্ধার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।