দানিশ সিদ্দিকীর মৃত্যুতে কেন্দ্রের নীরবতা নিয়ে কটাক্ষ প্রাক্তন অর্থমন্ত্রীর
- আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুতে শোকাহত সংবাদ জগৎ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন নেতারা । এমনকি তালিবানের তরফেও শোকপ্রকাশ করা হয়েছে । শোকপ্রকাশ করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্টও। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী কেউই দানিশের মৃত্যু নিয়ে মুখ খোলেননি। যা নিয়ে এবার তীব্র কটাক্ষ করল কংগ্রেস। তাদের দাবি, এই বিষয়গুলি নিয়ে বিজেপি বা আরএসএস কথা বলবে না। কারণ, এতে তাদের ভাবমূর্তি নষ্ট হবে।
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম টুইট করে বলেন,”দানিশ সিদ্ধিকির দুঃখজনক মৃত্যু আর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি। এই দুটি বিষয় নিয়ে কেন্দ্র কখনও কথা বলবে না। কারণ, এই দুটি বিষয়ই তাঁদের তৈরি ভুয়ো জনশ্রুতির বিরোধী। কেন্দ্র যে দাবি করে, আমরা নিরাপত্তা দিচ্ছি, উন্নয়ন করছি এবং জনস্বার্থে কাজ করছি। এই দুটি বিষয়ই এই ভুয়ো প্রচারের বিরুদ্ধে।” বস্তুত দানিশের মৃত্যু নিয়ে বিদেশমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর নীরবতা অনেককেই অবাক করেছে।