চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুবাইয়ের স্টেডিয়ামে বিনামূল্যে ইফতার
- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: শুরু হতে চলেছে মুসলিমদের পবিত্র রমজান মাস। একটা মাস রোযা রেখে তারপর সারা বিশ্বের ইসলাম সম্প্রদায় মেতে উঠবে পবিত্র ঈদ উৎসবে। রমজান মাস সিয়াম সাধনার মাস। আর সেই রমজান মাসেই আরব আমিরশাহীর বুকে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ভারত সেখানেই সব ম্যাচ খেলছে। ২ তারিখ ভারত নিউজিল্যান্ড ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এই সময়েই গোটা বিশ্ব জুড়ে মুসলিম সম্প্রদায় রোযা রাখবেন। ভারত নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে বহু দর্শক আসবেন যাদের অনেকেই ইসলাম ধর্মাবলম্বী। আর তার জন্যই বিশেষ ব্যবস্থা নিচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড। দর্শকদের মধ্যে যারা রোযা রাখবেন তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন আমিরশাহী ক্রিকেট বোর্ড। আরব উপমহাদেশের এই ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে ইফতার বাক্স। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরের জায়গায় রোযা ভাঙ্গার আগে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য রাখা থাকবে ইফতার সামগ্রী। একেবারেই বিনামূল্যে। শুধু ভারত নিউজিল্যান্ড ম্যাচেই নয়, দুবাইয়ে একটি সেমিফাইনাল ম্যাচও আছে। সেই ম্যাচেও ইফতার সামগ্রী দানের বন্দোবস্ত করছে এমিরেটস ক্রিকেট বোর্ড।