২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যত টাকাই খরচ হোক, দেশের সব নাগরিককে বিনামূল্যে টিকাঃ শেখ হাসিনা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
  • / 1


পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা টিকা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি মতোই সব নাগরিক বিনামূল্যে টিকা পাবে। তার জন্য যত টাকাই খরচ হোক কেন, সরকার তা দেবে।
প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, দেশে আরও টিকা আসছে। তাই চিন্তার কোনও কারণ নেই। জুলাই মাসে আরও টিকা দেশে এসে পৌঁছবে। তার পর থেকেই ব্যাপকভাবে টিকাদান শুরু হবে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় সংসদ নেতা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, করোনার টিকা নিয়ে যখন গবেষণা চলছিল তখন থেকেই বাংলাদেশ সরকার টিকা নিয়ে তৎপর ছিল। ভারতে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারত টিকা রফতানি বন্ধ করে দেয়। এতে বাংলাদেশ সাময়িকভাবে সমস্যায় পড়েছে। তবে এখন আর কোনও সমস্যা নেই। টিকা সংক্রান্ত সব সমস্যা মিটে গেছে। চিনে, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ ভ্যাকসিন উৎপাদনকারী সব কোম্পানির সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত আছে।
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, টিকা কেনার জন্য বাজেটে ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন উৎস থেকে ইতিমধ্যে এক কোটি ১৪ লাখ ৬ হাজার ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। যারা বিদেশ যাচ্ছেন তারা আগে টিকা পাবে। যাতে বিদেশে গিয়ে তাঁদের কোয়ারেন্টাইন না করতে না হয়, তাই এই সিদ্ধান্ত।
স্বাস্থ্য খাতকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গত বছর আমরা করোনার প্রথম ঢেউ সফলভাবে মোকাবিলা করেছি। সেই অভিজ্ঞতায় দ্বিতীয় ঢেউয়ে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। মহামারি মোকাবিলা করে জনস্বাস্থ্য ও জনজীবন সুরক্ষিত করতে আমরা সক্ষম হব। বাংলাদেশ সরকার দেশের নাগরিকদের পাশে আছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যত টাকাই খরচ হোক, দেশের সব নাগরিককে বিনামূল্যে টিকাঃ শেখ হাসিনা

আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার


পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা টিকা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি মতোই সব নাগরিক বিনামূল্যে টিকা পাবে। তার জন্য যত টাকাই খরচ হোক কেন, সরকার তা দেবে।
প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, দেশে আরও টিকা আসছে। তাই চিন্তার কোনও কারণ নেই। জুলাই মাসে আরও টিকা দেশে এসে পৌঁছবে। তার পর থেকেই ব্যাপকভাবে টিকাদান শুরু হবে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় সংসদ নেতা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, করোনার টিকা নিয়ে যখন গবেষণা চলছিল তখন থেকেই বাংলাদেশ সরকার টিকা নিয়ে তৎপর ছিল। ভারতে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারত টিকা রফতানি বন্ধ করে দেয়। এতে বাংলাদেশ সাময়িকভাবে সমস্যায় পড়েছে। তবে এখন আর কোনও সমস্যা নেই। টিকা সংক্রান্ত সব সমস্যা মিটে গেছে। চিনে, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ ভ্যাকসিন উৎপাদনকারী সব কোম্পানির সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত আছে।
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, টিকা কেনার জন্য বাজেটে ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন উৎস থেকে ইতিমধ্যে এক কোটি ১৪ লাখ ৬ হাজার ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। যারা বিদেশ যাচ্ছেন তারা আগে টিকা পাবে। যাতে বিদেশে গিয়ে তাঁদের কোয়ারেন্টাইন না করতে না হয়, তাই এই সিদ্ধান্ত।
স্বাস্থ্য খাতকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গত বছর আমরা করোনার প্রথম ঢেউ সফলভাবে মোকাবিলা করেছি। সেই অভিজ্ঞতায় দ্বিতীয় ঢেউয়ে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। মহামারি মোকাবিলা করে জনস্বাস্থ্য ও জনজীবন সুরক্ষিত করতে আমরা সক্ষম হব। বাংলাদেশ সরকার দেশের নাগরিকদের পাশে আছে।