করোনা মোকাবিলায় যোগীকে ফুলমার্কস প্রধানমন্ত্রীর
- আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 0
নয়াদিল্লি, ১৫ জুলাই : দেশজুড়ে যখন কোভিডের বাড়বাড়ন্ত, সেই সময় ২টি রাজ্য সংবাদ শিরোনামে আসে, বিহার ও উত্তরপ্রদেশ। শ্মশানে দেহ পোড়ানোর জায়গা নেই। লাশগুলি গেরুয়া কাপড় মুড়ে ঢেকে দেওয়া হয় বালিতে। কিন্তু বর্ষার জল পড়তেই ফের বেরিয়ে আসে দেহগুলি। যা ধরা পড়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। এতো কিছুর পরেও কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের ভূয়সী করতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাণসীতে প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় ঢেউয়ে একদিনে সর্বোচ্চ ৩০ হাজার আক্রান্তের রেকর্ড দেখেছে উত্তরপ্রদেশ। তারপরও যেভাবে ভাইরাসকে রোখা গিয়েছে তা প্রশংসনীয়।
রুদ্রাক্ষ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করতে বারাণসী যান নমো। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে মঞ্চে বসিয়ে কোভিড পরিস্থিতি মোকাবিলায় যোগী সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি। চিকিৎসা পরিষেবা থেকে অক্সিজেন ব্যবস্থা সব ক্ষেত্রেই যোগীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মোদি। তাঁর কথায়, ”করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় যোগী সরকার অতুলনীয় কাজ করেছে। সবচেয়ে জনবহুল রাজ্য হয়েও দেশের মধ্যে সবচেয়ে বেশি কোভিড পরীক্ষা করেছে উত্তরপ্রদেশে। সবচেয়ে বেশি মানুষের টিকাকরণও করেছে এই রাজ্য।”
আগামী বছর বিধানসভা ভোট রয়েছে উত্তরপ্রদেশে। করোনা পরিস্থিতি সামাল দিতে যে ভাবে হিমশিম খেতে হয়েছে যোগী প্রশাসনকে, তাকে সমালোচনা করেছে বিরোধীরাও। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এহেন প্রশংসাকে ভোটমুখী রাজনীতির একটা অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।