২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশের পুলিশি হেনস্থায় জর্জরিত এনকাউন্টারে নিহত গ্যাংস্টার বিকাশ দুবের স্ত্রী, সন্তানদের নিয়ে স্বেচ্ছামৃত্যুর দাবি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জুলাই ২০২১, শনিবার
  • / 3

পুবের কলম,ওয়েবডেস্ক: কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে এনকাউন্টারের মেয়াদ পার হয়েছে একবছর। ইতিমধ্যেই সাক্ষী না পাওয়ায় এই ঘটনা থেকে ক্লিনচিট পেয়েছে উত্তরপ্রদেশ সরকার। এদিকে এই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে গ্যাংস্টারের পরিবার। কোনও রকমে সন্তানদের নিয়ে দিন গুজরান করছে গ্যাংস্টারের স্ত্রী রিচা দুবে। এই অবস্থায় যোগী সরকারের কাছে স্বেচ্ছামৃত্যুর দাবি জানালেন রিচা শর্মা। রিচার কথায়, স্বামী বিকাশ দুবে এনকাউন্টারের এক বছর পার হয়ে যাওয়ার পরেও পুলিশি হেনস্থার শিকার হতে হচ্ছে, তাকে ও তার পরিবারকে। সন্তানরাও আতঙ্কে দিন কাটাচ্ছে। সেই সঙ্গে রয়েছে রয়েছে দারিদ্র্য। সন্তানদের স্কুলের মাইনে দিতে পারছেন না। গ্যাংস্টারের স্ত্রী হওয়ার জন্য সারাদিন গঞ্চনা সহ্য করতে হচ্ছে। এর সঙ্গে এসে জুড়েছে সরকারি আধিকারিকদের হেনস্থা। রিচার অভিযোগ, এক বছর হয়ে গেলেও স্বামীর ডেট সার্টিফিকেটটুকু পাননি তিনি। রিচার দাবি, তাই যোগীজীর কাছে অনুরোধ  তিনি যাতে আমাদের স্বেচ্ছামৃত্যুর অধিকারটুকু দেন।

প্রসঙ্গত, ২০২০ সালে জুলাই মাসে কানপুরের বিকারু গ্রামে বিকাশকে গ্রেফতার করতে গিয়ে ৮ পুলিশ কর্মী নিহত হন। উত্তরপ্রদেশের মাফিয়া জগতের কুখ্যাত বিকাশের নামে ৬০ টিরও বেশি অপরাধমূলক মামলা ছিল। এরপরেই উজ্জয়িনী মহাকাল মন্দির থেকে পুজো দিয়ে বেরনোর সময়, সেখান থেকে তাকে উত্তরপ্রদেশে ফেরানোর সময়ে এনকাউন্টারে বিকাশের মৃত্যু হয় বলে দাবি করে উত্তরপ্রদেশ পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশের পুলিশি হেনস্থায় জর্জরিত এনকাউন্টারে নিহত গ্যাংস্টার বিকাশ দুবের স্ত্রী, সন্তানদের নিয়ে স্বেচ্ছামৃত্যুর দাবি

আপডেট : ৩ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে এনকাউন্টারের মেয়াদ পার হয়েছে একবছর। ইতিমধ্যেই সাক্ষী না পাওয়ায় এই ঘটনা থেকে ক্লিনচিট পেয়েছে উত্তরপ্রদেশ সরকার। এদিকে এই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে গ্যাংস্টারের পরিবার। কোনও রকমে সন্তানদের নিয়ে দিন গুজরান করছে গ্যাংস্টারের স্ত্রী রিচা দুবে। এই অবস্থায় যোগী সরকারের কাছে স্বেচ্ছামৃত্যুর দাবি জানালেন রিচা শর্মা। রিচার কথায়, স্বামী বিকাশ দুবে এনকাউন্টারের এক বছর পার হয়ে যাওয়ার পরেও পুলিশি হেনস্থার শিকার হতে হচ্ছে, তাকে ও তার পরিবারকে। সন্তানরাও আতঙ্কে দিন কাটাচ্ছে। সেই সঙ্গে রয়েছে রয়েছে দারিদ্র্য। সন্তানদের স্কুলের মাইনে দিতে পারছেন না। গ্যাংস্টারের স্ত্রী হওয়ার জন্য সারাদিন গঞ্চনা সহ্য করতে হচ্ছে। এর সঙ্গে এসে জুড়েছে সরকারি আধিকারিকদের হেনস্থা। রিচার অভিযোগ, এক বছর হয়ে গেলেও স্বামীর ডেট সার্টিফিকেটটুকু পাননি তিনি। রিচার দাবি, তাই যোগীজীর কাছে অনুরোধ  তিনি যাতে আমাদের স্বেচ্ছামৃত্যুর অধিকারটুকু দেন।

প্রসঙ্গত, ২০২০ সালে জুলাই মাসে কানপুরের বিকারু গ্রামে বিকাশকে গ্রেফতার করতে গিয়ে ৮ পুলিশ কর্মী নিহত হন। উত্তরপ্রদেশের মাফিয়া জগতের কুখ্যাত বিকাশের নামে ৬০ টিরও বেশি অপরাধমূলক মামলা ছিল। এরপরেই উজ্জয়িনী মহাকাল মন্দির থেকে পুজো দিয়ে বেরনোর সময়, সেখান থেকে তাকে উত্তরপ্রদেশে ফেরানোর সময়ে এনকাউন্টারে বিকাশের মৃত্যু হয় বলে দাবি করে উত্তরপ্রদেশ পুলিশ।