১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
শতাধিক মসজিদ বানিয়ে “মসজিদ ম্যান” বলে পরিচিত কেরলের গোপালকৃষ্ণন

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২০ জুলাই ২০২১, মঙ্গলবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন তুলে ধরেছেন দক্ষিণ কেরলের এক স্বশিক্ষিত স্থপতি গোবিন্দন গোপালকৃষ্ণন। তিনি ইতিমধ্যেই ১১০ টি মসজিদ, ৪টি গির্জার নকশা তৈরি করে অনুপম স্থাপত্য শিল্পের দৃষ্টান্ত করেছেন। তবে তিনি একটি মন্দিরেরও নকশা তৈরি করেছেন। এতসবের মধ্যে শতাধিক মসজিদ নির্মাণের নকশা তৈরি করে যে স্থাপত্য শিল্পের দৃষ্টান্ত রেখেছেন তার দৌলতে তিনি ‘মসজিদ ম্যান’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

সমস্ত ধর্মীয় ভেদাভেদের বেড়াজাল ভেঙে দিয়েছেন হিন্দু গোপাকৃষ্ণন। উপকূলবর্তী শহর তিরুবনন্তপুরমতে বীমাপলি মসজিদ থেকে শুরু করে করুণাগাপ্পালীতে তাজমহলের মতো নকশাধারী শেখ মসজিদ তৈরি করেছেন ৮৫ বছর বয়সী স্ব-শিক্ষিত এই স্থপতি।