আচমকা দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়, সফরের কারণ নিয়ে জল্পনা

- আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: আচমকা দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার সকালের বিমানে দিল্লি রওনা দেন তিনি। ঠিক কী কারণে আবারও রাজধানী সফর বাংলার রাজ্যপালের, তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্যপাল হিসাবে বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার তোপ দেগেছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। অসন্তোষের কথা কখনও ট্যুইটে আবার কখনও চিঠি দিয়ে নবান্নকে জানিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের পর তৃতীয়বার রাজ্যের মসনদে বসেছে শাসকদল তৃণমূল। তারপর থেকে সংঘাত যেন অন্য মাত্রা পেয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগেও সরব হয়েছেন রাজ্যপাল। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন জগদীপ ধনকড়।
বর্তমান পরিস্থিতিতে রাজ্যপালের আচমকা দিল্লি সফর নিয়ে নয়া জল্পনা মাথাচাড়া দিয়েছে। ঠিক কী কারণে হঠাৎ করে শনিবার সকালের বিমানে তড়িঘড়ি দিল্লি পাড়ি দিলেন তিনি, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।