১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভের উল্টো পথে হেঁটে গ্রেগ চ্যাপেলকে সেরার তকমা রায়নার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান কোচ গ্রেগ চ্যাপেলের অধ্যায়কে ভারতীয় ক্রিকেটে  সবচেয়ে কালো সময়ের মধ্যে গণ্য করা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকরের মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বার বার ঝামেলায় জড়িয়ে নিজেকে খলনায়কে পরিণত করেছিলেন। যার ফলে সেই ২০০৭ সালে বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ভারতকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিতে হয়। সে কারণে, বেশিরভাগ ভারতীয় ক্রিকেট সমর্থক কোচ গ্রেগ চ্যাপেলকে ভালো নজরে দেখেন না। তবে সব খারাপেরই তো কিছু ভাল দিক থাকে। আর গ্রেগের সেই ভালো দিকটা এদিন তুলে ধরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। গ্রেগ চ্যাপেলের আমলে ভারতীয় দলে অভিষেক হয় রায়নার। কোচের প্রভাব ও অন্যান্য বিষয় নিয়ে দলে যতই মতবিরোধ থাকুক, রায়না কিন্তু ‘গুরু গ্রেগে’র কাছে কৃতজ্ঞই। এদিন এক প্রতিক্রিয়ায় রায়না বলেন, ‘আমি মনে করি গ্রেগ চ্যাপেল এবং রাহুল দ্রাবিড়, দুইজনেই খুব শৃঙ্খলা মেনে চলতেন। আমি এবং আমার মতো আরও তরুণ ক্রিকেটার যারা ওই সময় দলে এসেছিল, তাঁরা সকলেই খুবই কঠোর পরিশ্রম করত। ওরা দলে তরুণদের সুযোগ দিতে আগ্রহী ছিল। সত্যি বলতে ওনার মতো একজন কোচ পাওয়ায় খুবই ভাগ্যের ব্যাপার। উনি  সবসময় দলের তরুণদের সাপোর্ট করত। আমাদের লক্ষ্যই ছিল ভারতকে বিশ্বের এক নম্বর ফিল্ডিং দলে পরিণত করা। উনি সে কাজে দলকে সাহায্য করেছিলেন।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌরভের উল্টো পথে হেঁটে গ্রেগ চ্যাপেলকে সেরার তকমা রায়নার

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান কোচ গ্রেগ চ্যাপেলের অধ্যায়কে ভারতীয় ক্রিকেটে  সবচেয়ে কালো সময়ের মধ্যে গণ্য করা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকরের মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বার বার ঝামেলায় জড়িয়ে নিজেকে খলনায়কে পরিণত করেছিলেন। যার ফলে সেই ২০০৭ সালে বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ভারতকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিতে হয়। সে কারণে, বেশিরভাগ ভারতীয় ক্রিকেট সমর্থক কোচ গ্রেগ চ্যাপেলকে ভালো নজরে দেখেন না। তবে সব খারাপেরই তো কিছু ভাল দিক থাকে। আর গ্রেগের সেই ভালো দিকটা এদিন তুলে ধরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। গ্রেগ চ্যাপেলের আমলে ভারতীয় দলে অভিষেক হয় রায়নার। কোচের প্রভাব ও অন্যান্য বিষয় নিয়ে দলে যতই মতবিরোধ থাকুক, রায়না কিন্তু ‘গুরু গ্রেগে’র কাছে কৃতজ্ঞই। এদিন এক প্রতিক্রিয়ায় রায়না বলেন, ‘আমি মনে করি গ্রেগ চ্যাপেল এবং রাহুল দ্রাবিড়, দুইজনেই খুব শৃঙ্খলা মেনে চলতেন। আমি এবং আমার মতো আরও তরুণ ক্রিকেটার যারা ওই সময় দলে এসেছিল, তাঁরা সকলেই খুবই কঠোর পরিশ্রম করত। ওরা দলে তরুণদের সুযোগ দিতে আগ্রহী ছিল। সত্যি বলতে ওনার মতো একজন কোচ পাওয়ায় খুবই ভাগ্যের ব্যাপার। উনি  সবসময় দলের তরুণদের সাপোর্ট করত। আমাদের লক্ষ্যই ছিল ভারতকে বিশ্বের এক নম্বর ফিল্ডিং দলে পরিণত করা। উনি সে কাজে দলকে সাহায্য করেছিলেন।’