ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারি মামলার পেপারবুক রেডি, হাইকোর্টে শুনানির অপেক্ষা

- আপডেট : ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ঘটনার মামলাটি দ্বিতীয় ধাপে এখন হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। করোনার পরিস্থিতির কারণেই এই মামলার শুনানি পিছিয়ে গেছে।
মামলার পেপারবুক তৈরি আছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি কারাগারে। করোনা পরিস্থিতি না থাকলে এত দিনে শুনানি শুরু হয়ে যেত। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের ওপর শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুক তৈরি করা হয়েছে। বেঞ্চ নির্ধারণ হলেই শুনানি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রায়ে নব্য জেএমবির সাত সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপে হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের আপিল শুনানি এবং তা নিষ্পত্তির পালা। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মনে করছেন, করোনা পরিস্থিতি না থাকলে শুনানি শুরু হয়ে যেত। নৃশংস হত্যাযজ্ঞের ওই ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত রায় দেন।
আজ থেকে দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু কারণে হাইকোর্টের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে চলবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে। কয়েকবার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও স্পর্শকাতর বিবেচনায় রাতে হলি আর্টিজান অভিযান চালানো থেকে বিরত থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্টে’অবসান হয় নিহত হয় হামলাকারী ৫ জঙ্গি।