ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান গুতেরেসের

- আপডেট : ২ জুলাই ২০২১, শুক্রবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: নিরাপত্তা পরিষদে পাঠানো প্রতিবেদনের মাধ্যমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গুতেরেস বলেছেন,‘আমি পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং একইসঙ্গে ইরানের সঙ্গে এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছি আমেরিকাকে।’ বুধবার মহাসচিবের দ্বি-বার্ষিক প্রতিবেদন পাওয়ার পর ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ২০১৫ সালের প্রস্তাবটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে। এই প্রস্তাবে ইরান, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া ও চিনের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি রক্ষার বিষয়টি উল্লেখ করা রয়েছে।
পারমাণবিক চুক্তি পুনর্বহালের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ দেশের সঙ্গে ইরানের যখন ধারাবাহিক সংলাপ চলছে তখনই এই আহ্বান জানালেন গুতেরেস। এপ্রিল থেকেই ভিয়েনায় ইউরোপীয় কূটনীতিকদের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার পরোক্ষ আলোচনা চলছে। আলোচনায় সমন্বয়কের ভূমিকায় থাকা ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক প্রধান এনরিক মোরা বলেন, ষষ্ঠ পর্বের আলোচনায় অগ্রগতি হলেও এখনও চুক্তির করার মতো অবস্থায় পৌঁছায়নি।
২০১৫ সালে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশের সঙ্গে ইরান পরমাণু চুক্তি করার পর ২০১৮ সালে একতরফা ভাবে আমেরিকাকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন প্রাক্তন মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও পুনর্বহাল করেন তিনি। এর পালটায় ইরানও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নতুন করে ফের একবার চুক্তিতে ফেরার আশা ব্যক্ত করে বলেছেন, শর্ত মেনে চললে আমেরিকা চুক্তিতে ফিরবে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। তবে ইরান চায় আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক আমেরিকা। ভিয়েনাতে পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে স্বাক্ষরকারী দেশসমূহের চলমান বৈঠক নিয়ে ইরানের বিদেশমন্ত্রক জানিয়েছে, চুক্তির অনেক বিষয়ে স্বাক্ষরকারী দেশগুলো ঐক্যমতে পৌঁছাতে পারলেও চুক্তি বাস্তবায়নের পথে কিছু সমস্যা বা ফাঁক এখনও রয়েছে যা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও বলেছেন, তিনি আন্তরিকভাবে ভিয়েনায় সফল আলোচনার প্রত্যাশা রাখেন।