মাহবুবুলকে হেনস্থা একটা সম্প্রদায়কে অপমান: হাফিজ
- আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
- / 0
অসম: ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় বা ইউএসটিএম-এর আচার্য মাহবুবুল হককে গ্রেফতারের তীব্র নিন্দা জানালেন গৌহাটি হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী তথা অসম সিভিন সোসাইটির সভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরি। তিনি বলেছেন, মাহবুবুল চোর-ডাকাত নন যে তাঁকে রাত দেড়টায় পুলিশ বাড়ি থেকে তুলে আনবে। মাহবুবুল হক রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তাঁর হাতে গড়া বিশ্ববিদ্যালয় ন্যাক-এর ‘এ’ গ্রেড পেয়েছে। এমন একজন মানুষকে হেনস্থা করা হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইশারায়, বলেন হাফিজ চৌধুরি।
এর পাশাপাশি হাফিজ চৌধুরির বক্তব্য, করিমগঞ্জে নিয়ে গিয়েও চরম হেনস্থা করা হয়েছে মাহবুবুল হককে। সন্ধে ৬টা থেকে তাঁকে আদালতে বসিয়ে রাখা হয়েছিল। একদল সরকারি আইনজীবী তাঁকে পুলিশের হেফাজতে পাঠানোর জন্য আদালতে আর্জি জানান। পরে রাত ১২টার সময় হককে জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত। হাফিজ চৌধুরির অভিযোগ, মুখ্যমন্ত্রী যা করছেন, তাতে একটা সম্প্রদায়কে অপমান করা হচ্ছে। সেই সঙ্গেই তিনি বলেন, হকের পক্ষে তিনি আইনি লড়াই চালাবেন।
অন্যদিকে, আদালতের নির্দেশে জেলেই ঠাঁই হয়েছে ইউএসটিএম-এর আচার্য মাহবুবুল হকের। শনিবার করিমগঞ্জ আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে পাঠায়। এই মামলায় ধৃত আরও পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।