১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কানাডায় ফের হেট ক্রাইম মুসলিম ব্যক্তিকে ছুরির কোপ কাটা হল দাড়ি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্কঃ   কয়েক সপ্তাহ আগের ঘটনা। কানাডার লন্ডন শহরে এক শ্বেতাঙ্গ ব্যক্তি ট্রাক দিয়ে হামলা চালিয়ে হত্যা করে এক পাকিস্তানি পরিবারের ৪ সদস্যকে। সেই হামলার পর এবার কানাডার সাসকাচেওয়ান প্রদেশের সাসকাতুন শহরে ইসলাম বিদ্বেষী হামলার শিকার হলেন একজন মুসলিম। এবারও আক্রান্ত একজন পাকিস্তানি নাগরিক। নাম তাঁর মুহাম্মদ কাশিফ (৩২)। শুক্রবার জনসমক্ষে তাঁর ওপর ছুরি দিয়ে হামলা চালায় দুই ব্যক্তি। সেই সময় পরণে ঐতিহ্যবাহী ইসলামি পোশাক পরে ছিলেন কাশিফ। এ কারণেই হয়তো হামলা চলে তাঁর ওপর। কাশিফের পিঠে ও হাতে ছুরির কোপ মারার পর তাঁর দাড়ি  কেটে নেয় উগ্রবাদী হামলাকারীরা। তারা বলতে থাকে– ’তুমি এখানে কেন? নিজের দেশে ফিরে যাও। আমি মুসলিমদের ঘৃণা করি। তুমি দাড়ি রেখেছ কেন?’ হামলাকারীদের আঘাত পেয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৪টি সেলাই পড়ে তাঁর হাতে। কাশিফ জানান– এই দুই হামলাকারী ছাড়াও আরও একজন ছিল যে রাস্তার এক পাশে সবুজ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল।’ এই অপ্রত্যাশিত হামলার ঘটনায় সাসকাতুন শহরের মেয়র চার্লি ক্লার্ক এক বিবৃতিতে জানান– তিনি ‘আতঙ্কিত’ এবং একইসঙ্গে ’দুঃখিত’। বলেন– ’যে সকল দল শ্বেতাঙ্গ আধিপত্যবাদ– ইসলামোফোবিয়া ও বর্ণবাদের অন্য কোনও  ধারা প্রচার করছে তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’ ২০ বছর আগে কাশিফ প্রথম কানাডায় আসেন। এই হামলার পর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন বেশ আতঙ্কে আছেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কানাডায় ফের হেট ক্রাইম মুসলিম ব্যক্তিকে ছুরির কোপ কাটা হল দাড়ি

আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ   কয়েক সপ্তাহ আগের ঘটনা। কানাডার লন্ডন শহরে এক শ্বেতাঙ্গ ব্যক্তি ট্রাক দিয়ে হামলা চালিয়ে হত্যা করে এক পাকিস্তানি পরিবারের ৪ সদস্যকে। সেই হামলার পর এবার কানাডার সাসকাচেওয়ান প্রদেশের সাসকাতুন শহরে ইসলাম বিদ্বেষী হামলার শিকার হলেন একজন মুসলিম। এবারও আক্রান্ত একজন পাকিস্তানি নাগরিক। নাম তাঁর মুহাম্মদ কাশিফ (৩২)। শুক্রবার জনসমক্ষে তাঁর ওপর ছুরি দিয়ে হামলা চালায় দুই ব্যক্তি। সেই সময় পরণে ঐতিহ্যবাহী ইসলামি পোশাক পরে ছিলেন কাশিফ। এ কারণেই হয়তো হামলা চলে তাঁর ওপর। কাশিফের পিঠে ও হাতে ছুরির কোপ মারার পর তাঁর দাড়ি  কেটে নেয় উগ্রবাদী হামলাকারীরা। তারা বলতে থাকে– ’তুমি এখানে কেন? নিজের দেশে ফিরে যাও। আমি মুসলিমদের ঘৃণা করি। তুমি দাড়ি রেখেছ কেন?’ হামলাকারীদের আঘাত পেয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৪টি সেলাই পড়ে তাঁর হাতে। কাশিফ জানান– এই দুই হামলাকারী ছাড়াও আরও একজন ছিল যে রাস্তার এক পাশে সবুজ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল।’ এই অপ্রত্যাশিত হামলার ঘটনায় সাসকাতুন শহরের মেয়র চার্লি ক্লার্ক এক বিবৃতিতে জানান– তিনি ‘আতঙ্কিত’ এবং একইসঙ্গে ’দুঃখিত’। বলেন– ’যে সকল দল শ্বেতাঙ্গ আধিপত্যবাদ– ইসলামোফোবিয়া ও বর্ণবাদের অন্য কোনও  ধারা প্রচার করছে তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’ ২০ বছর আগে কাশিফ প্রথম কানাডায় আসেন। এই হামলার পর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন বেশ আতঙ্কে আছেন তিনি।