১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারী বর্ষণে বিপর্যস্ত জাপান, ১ লাখের বেশি মানুষকে সরানো হল নিরাপদ আশ্রয়ে, জারি সতর্কতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: লাগাতার ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত জাপান। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে নাজেহাল জাপানের দক্ষিণাঞ্চল। বিপদ সীমার ওপর দিয়ে বইছে জল।  

স্থানীয় সময় আজ শনিবার দক্ষিণাঞ্চলে কিয়ুশু দ্বীপের তিনটি এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ডের খবর জানায় জাপানের আবহাওয়া বিভাগ। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে কুমামাতো প্রশাসনিক এলাকার হিতোইয়োশি, মিয়াজাকি প্রশাসনিক এলাকার এবিনো ও কাগোশিমা প্রশাসনিক এলাকার সাতসুমাসেন্দাইসহ বেশ কয়েকটি শহরে।

ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নদী ও পাহাড় থেকে দূরে থাকতে বলা হয়েছে। কাগোশিমা প্রশাসনিক এলাকা সড়ক ধসে ১০টি পরিবার আটকে পড়েছে। সেখানে প্রায় ১০০টি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের সমুদ্রতীরবর্তী শহর আতামিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। কমপক্ষে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও ২০ জনের খোঁজ পাওয়া যায়নি।  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারী বর্ষণে বিপর্যস্ত জাপান, ১ লাখের বেশি মানুষকে সরানো হল নিরাপদ আশ্রয়ে, জারি সতর্কতা

আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: লাগাতার ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত জাপান। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে নাজেহাল জাপানের দক্ষিণাঞ্চল। বিপদ সীমার ওপর দিয়ে বইছে জল।  

স্থানীয় সময় আজ শনিবার দক্ষিণাঞ্চলে কিয়ুশু দ্বীপের তিনটি এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ডের খবর জানায় জাপানের আবহাওয়া বিভাগ। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে কুমামাতো প্রশাসনিক এলাকার হিতোইয়োশি, মিয়াজাকি প্রশাসনিক এলাকার এবিনো ও কাগোশিমা প্রশাসনিক এলাকার সাতসুমাসেন্দাইসহ বেশ কয়েকটি শহরে।

ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নদী ও পাহাড় থেকে দূরে থাকতে বলা হয়েছে। কাগোশিমা প্রশাসনিক এলাকা সড়ক ধসে ১০টি পরিবার আটকে পড়েছে। সেখানে প্রায় ১০০টি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের সমুদ্রতীরবর্তী শহর আতামিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। কমপক্ষে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও ২০ জনের খোঁজ পাওয়া যায়নি।