২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাতের দিকে মেট্রো বৃদ্ধির দাবি, কর্তৃপক্ষকে দেখতে বলল হাইকোর্ট

Sumana Puber Kalom
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 1

মোল্লা জসিমউদ্দিন: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মেট্রোরেল সংক্রান্ত মামলার শুনানি চলে। রাত ৯টা ৪০ মিনিটের পর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পাঁচ মিনিট অন্তর আরও চারটি মেট্রোর দাবি। তবে ওই মামলায় আপাতত হস্তক্ষেপই করল না আদালত। মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটের পর পাঁচ মিনিট অন্তর আরও চারটি মেট্রো বাড়ানোর দাবিতে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। চারটি মেট্রো বাড়ানোর দাবিতে করা জনস্বার্থ মামলায় আপাতত হস্তক্ষেপ নয় আদালতের। সাধারণ মানুষের কথা ভেবে মেট্টো কর্তৃপক্ষকে বিষয়টির বিবেচনা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। এ দিকে আবেদনকারীর দাবি, রাত ৯টা ৪০ মিনিটের পর প্রায় এক ঘণ্টা পর পর দু’টি মেট্রো চালানো হচ্ছে। এরফলে মেট্রো না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সে-কারণেই ওই সময়ে মেট্রোর সংখ্যা বাড়িয়ে চারটি করার দাবি উঠেছিল। কেন্দ্রের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তীর দাবি, ‘সিগনালিংয়ে কর্মরত কর্মীদের শিফটিং এবং অন্যান্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের শিফটিংয়ের সমস্যার জন্যই অতিরিক্ত মেট্রো চালানো সম্ভব নয়’। সমস্ত সওয়াল-জবাব শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, ‘পুরো বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে মেট্রোই’। তবে মেট্রোকে তাঁদের সুবিধা-অসুবিধা দেখার পাশাপাশি যাত্রীদের কথা বিবেচনা করার কথা বলছেন তিনি। এখন দেখার মেট্রো নতুন কোনও পদক্ষেপ করে কিনা?

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাতের দিকে মেট্রো বৃদ্ধির দাবি, কর্তৃপক্ষকে দেখতে বলল হাইকোর্ট

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

মোল্লা জসিমউদ্দিন: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মেট্রোরেল সংক্রান্ত মামলার শুনানি চলে। রাত ৯টা ৪০ মিনিটের পর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পাঁচ মিনিট অন্তর আরও চারটি মেট্রোর দাবি। তবে ওই মামলায় আপাতত হস্তক্ষেপই করল না আদালত। মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটের পর পাঁচ মিনিট অন্তর আরও চারটি মেট্রো বাড়ানোর দাবিতে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। চারটি মেট্রো বাড়ানোর দাবিতে করা জনস্বার্থ মামলায় আপাতত হস্তক্ষেপ নয় আদালতের। সাধারণ মানুষের কথা ভেবে মেট্টো কর্তৃপক্ষকে বিষয়টির বিবেচনা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। এ দিকে আবেদনকারীর দাবি, রাত ৯টা ৪০ মিনিটের পর প্রায় এক ঘণ্টা পর পর দু’টি মেট্রো চালানো হচ্ছে। এরফলে মেট্রো না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সে-কারণেই ওই সময়ে মেট্রোর সংখ্যা বাড়িয়ে চারটি করার দাবি উঠেছিল। কেন্দ্রের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তীর দাবি, ‘সিগনালিংয়ে কর্মরত কর্মীদের শিফটিং এবং অন্যান্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের শিফটিংয়ের সমস্যার জন্যই অতিরিক্ত মেট্রো চালানো সম্ভব নয়’। সমস্ত সওয়াল-জবাব শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, ‘পুরো বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে মেট্রোই’। তবে মেট্রোকে তাঁদের সুবিধা-অসুবিধা দেখার পাশাপাশি যাত্রীদের কথা বিবেচনা করার কথা বলছেন তিনি। এখন দেখার মেট্রো নতুন কোনও পদক্ষেপ করে কিনা?