বহু ভাষাকে গিলে খেয়েছে হিন্দি, ‘ভাষাযুদ্ধে’র ডাক দিলেন স্ট্যালিন
- আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: বরাবরই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এবার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘ভাষাযুদ্ধে’র ডাক দিলেন তিনি। হিন্দি আগ্রাসনের দাপটে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে অন্তত ২৫টি ভাষা বলে বিস্ফোরক দাবি করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে স্ট্যালিন লেখেন, ‘অন্য রাজ্যে থাকা ভাইবোনদের বলতে চাই, আপনারা কখনও ভেবে দেখেছেন কত ভাষাকে গিলে খেয়েছে হিন্দি?’ ডিএমকে নেতার তোপ, হিন্দি আগ্রাসনে অন্তত ২৫টি ভাষা হারিয়ে যেতে বসেছে। উদাহরণ দিয়ে ভোজপুরি, মৈথিলি, সাঁওতালি-এমন নানা ভাষার কথা বলেছেন তিনি। কেন্দ্র যেভাবে হিন্দিকে এগিয়ে দিচ্ছে তাতে ভাষাবৈচিত্র্য হারাচ্ছে।
Read More: দিল্লিতে নাম বদলের খেলা, নাজফগড় হবে ‘নাহারগড়’ দাবি পদ্ম বিধায়কদের
যদিও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভুল তথ্য প্রচার করছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, প্রথমে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করতে আগ্রহী ছিল তামিলনাড়ু। কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার জন্য অবস্থান পালটে ফেলেছে তারা।