২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভেজ রোলে চিকেনের টুকরো! রেস্টুরেন্ট ও সুইগির জরিমানা ১০ হাজার, খচর বাবদ আরও ৫ হাজার

Shamima Ahasana
  • আপডেট : ৫ এপ্রিল ২০২৪, শুক্রবার
  • / 0

পুবের কলম ওয়েব ডেস্ক: ভেজিটেরিয়ান স্পেশাল রোল অর্ডার দিয়েছিলেন হায়দরাবাদের মাধোপুরের বাসিন্দা শ্রুতি বাহেতি। কিন্তু তার বদলে ভেজিটেরিয়ান শ্রুতির বাড়িতে চিকেন মেশানো রোল নিয়ে গেছিল সুইগি। তাও আবার ৫৪ মিনিট দেরিতে। খাওয়া শুরু করার পর হঠাৎ শ্রুতি খেয়াল করেন, রোলে সবজীর সঙ্গে চিকেন রয়েছে। এরপর কনজিউমার ফোরামে যোগাযোগ করেন তিনি। রেস্টুরেন্ট ওই ক্রেতার অভিযোগ মিথ্যা বললেও ছবি দেখে কনজিউমার ফোরাম জানিয়ে দেয়, এই ঘটনায় রেস্টুরেন্ট ও সুইগি উভয়েরই গাফিলতি রয়েছে। ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ও খরচ বাবদ ৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেস্টুরেন্ট ও সুইগিকে।

 

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভেজ রোলে চিকেনের টুকরো! রেস্টুরেন্ট ও সুইগির জরিমানা ১০ হাজার, খচর বাবদ আরও ৫ হাজার

আপডেট : ৫ এপ্রিল ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ভেজিটেরিয়ান স্পেশাল রোল অর্ডার দিয়েছিলেন হায়দরাবাদের মাধোপুরের বাসিন্দা শ্রুতি বাহেতি। কিন্তু তার বদলে ভেজিটেরিয়ান শ্রুতির বাড়িতে চিকেন মেশানো রোল নিয়ে গেছিল সুইগি। তাও আবার ৫৪ মিনিট দেরিতে। খাওয়া শুরু করার পর হঠাৎ শ্রুতি খেয়াল করেন, রোলে সবজীর সঙ্গে চিকেন রয়েছে। এরপর কনজিউমার ফোরামে যোগাযোগ করেন তিনি। রেস্টুরেন্ট ওই ক্রেতার অভিযোগ মিথ্যা বললেও ছবি দেখে কনজিউমার ফোরাম জানিয়ে দেয়, এই ঘটনায় রেস্টুরেন্ট ও সুইগি উভয়েরই গাফিলতি রয়েছে। ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ও খরচ বাবদ ৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেস্টুরেন্ট ও সুইগিকে।