বলিউড ইন্ডাস্ট্রিকে আমি ‘নর্দমা’ মনে করি, এবার সব ফাঁস করব: কঙ্গনা রানাওয়াত

- আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে কোনও কাণ্ড ঘটবে আর, কঙ্গনা রানাওয়াত এই নিয়ে কথা বলবেন না, তা আবার হয় নাকি! রাজনৈতিক বা অরাজনৈতিক ঘটনা হোক সর্ব ক্ষেত্রেই কঙ্গনা তার স্বভাবসিদ্ধ গুণে স্বমহিমায় উজ্জ্বল। সব সময় বলিউডের এই অভিনেত্রীর মধ্য ‘don’t care’ হাবভাব। এবারও তার ব্যতিক্রম ঘটল না।
সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা’র পর্নোগ্রাফি তৈরি ইস্যু বর্তমানে আলোচিত বিষয়। এই ঘটনা আলোড়িত হতেই কঙ্গনা’র উত্তর বলিউড ইন্ড্রাস্ট্রিকে আমি নর্দমা মনে করি। কঙ্গনা’র আরও জবাব, এবার তিনি নাকি বলিউডের নোংরা নর্দমা সাফ করতে মাঠে নামবেন!
পর্নোগ্রাফি কেলেঙ্কারির ঘটনায় রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকেই ফের নিজস্ব ছন্দে সরব এই অভিনেত্রী।
কঙ্গনার উত্তর, বলিউড ইন্ডাস্ট্রিকে এসব কারণেই নর্দমা বলি। চকচক করলেই যে সব সোনা হয় না, সেটা আরও একবার প্রমাণিত হল। আমি দর্শকদের কথা দিচ্ছি, আমার পরবর্তী মুভিতে বলিউডের এসব নোংরামি সবার সামনে আনব।বলিউডের নোংরামির পর্দা ফাঁস হবে ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে।
প্রসঙ্গত, ব্লু ফিল্ম বানিয়ে ছবি এবং তা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সেগুলো অনলাইন দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।