১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তুতির শুরু ইব্রাহিম রাইসির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: সদ্য ইরানের প্রসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি। দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে জাতীয় ঐক্য ও সংহতিকে নিয়ামক শক্তি হিসেবে বিবেচনা করেন রাইসি। এবার দেশের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ শুরু করে দিলেন রাইসি। এর পাশাপাশি নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘোষণা, কর্মসংস্থান তৈরি করা ও করোনার বিরুদ্ধে লড়াই করাই হবে তার প্রশাসনের অগ্রাধিকার ভিত্তি কাজ।

প্রথম লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি জানিয়েছেন, বেকার যুবকদের কর্মসংস্থান করা তার অন্যতম লক্ষ্য। বর্তমানে করোনা ভাইরাসের তাণ্ডবে সাধারণ মানুষ জর্জরিত। তার প্রশাসনের লক্ষ্য হবে জনগণকে এই ভয়-ভীতি থেকে মুক্ত করে, করোনার বিরুদ্ধে লড়াই।

একই সঙ্গে রাইসি বলেন, নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী সেইগুলি পূরণ করা আমাদের অন্যতম লক্ষ্য। দেশের নাগরিকের গৃহায়ণ প্রকল্প বাস্তবায়নেও জোর দেওয়ার কথাও বলেন তিনি।

তবে প্রসিডেন্ট জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হবে।

আগামী ৩ আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন কট্টরপন্থি ইব্রাহিম রাইসি। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইব্রাহিম রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ইব্রাহিম রাইসি দুই কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪ ভোট পেয়েছেন।

গত ১৮ জুন শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে শতকরা প্রায ৬২ ভাগ ভোট পেয়ে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন বিচার বিভাগের বর্তমান প্রধান ইব্রাহিম রায়িসি। আগামী ৩ আগস্ট তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তুতির শুরু ইব্রাহিম রাইসির

আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সদ্য ইরানের প্রসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি। দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে জাতীয় ঐক্য ও সংহতিকে নিয়ামক শক্তি হিসেবে বিবেচনা করেন রাইসি। এবার দেশের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ শুরু করে দিলেন রাইসি। এর পাশাপাশি নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘোষণা, কর্মসংস্থান তৈরি করা ও করোনার বিরুদ্ধে লড়াই করাই হবে তার প্রশাসনের অগ্রাধিকার ভিত্তি কাজ।

প্রথম লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি জানিয়েছেন, বেকার যুবকদের কর্মসংস্থান করা তার অন্যতম লক্ষ্য। বর্তমানে করোনা ভাইরাসের তাণ্ডবে সাধারণ মানুষ জর্জরিত। তার প্রশাসনের লক্ষ্য হবে জনগণকে এই ভয়-ভীতি থেকে মুক্ত করে, করোনার বিরুদ্ধে লড়াই।

একই সঙ্গে রাইসি বলেন, নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী সেইগুলি পূরণ করা আমাদের অন্যতম লক্ষ্য। দেশের নাগরিকের গৃহায়ণ প্রকল্প বাস্তবায়নেও জোর দেওয়ার কথাও বলেন তিনি।

তবে প্রসিডেন্ট জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হবে।

আগামী ৩ আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন কট্টরপন্থি ইব্রাহিম রাইসি। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইব্রাহিম রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ইব্রাহিম রাইসি দুই কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪ ভোট পেয়েছেন।

গত ১৮ জুন শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে শতকরা প্রায ৬২ ভাগ ভোট পেয়ে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন বিচার বিভাগের বর্তমান প্রধান ইব্রাহিম রায়িসি। আগামী ৩ আগস্ট তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।