ICSE পাশের হার ৯৯.৯৮, ISC-তে ৯৯.৭৬ শতাংশ

- আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
- / 0
পুবের কলম প্রতিবেদকঃ আইসিএসই এবং আইএসসি’র ফলাফল প্রকাশিত হল। এবারের ফলে আইসিএসই’তে পাশ করল ৯৯.৯৮ শতাংশ। আইএসসিতে পাশ করেছে ৯৯.৭৬ শতাংশ। মূল্যায়ন প্রক্রিয়ায় ফলাফল প্রকাশ করেছে দ্য কাউন্সিল ফল দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন (সিআইএসসিই)। শনিবার তিনটের পর থেকে কাউন্সিলের www.cisce.org
ওয়েবসাইটে ফলাফল জানা যাচ্ছে।
করোনা পরিস্থিতির জেরে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেয়নি সিআইএসই কর্তৃপক্ষ। মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমেই প্রকাশিত হয়েছে ফল। পাশাপাশি প্রাপ্ত নম্বরে সন্তষ্ট না হলে– তারা পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
প্রার্থীর ইউডিআই– ইন্ডেক্স নম্বর এবং ক্যাপচা দিয়ে ফলাফল জানা যাচ্ছে। এসএমএস’ এর মাধ্যমেও জানা যাচ্ছে ফল। নিজের মোবাইলে আইসিএসই অথবা আইএসসি লিখে স্পেশ দিয়ে ইউনিক আইডি লিখে তারপর ৯২৪৮০৮২৮৮৩ নম্বরে পাঠিয়ে দিলেও জানা যাচ্ছে ফল। আইএসসি’র ১২ ক্লাসের ফলাফলের ভিত্তিতে দিল্লি পাশের হারে ৯৯.৯৩ শতাংশ পাশের হারে রেকর্ড তৈরি হয়েছে।
অন্যদিকে ন্যাশনাল ইন্সটিটিউট অব ওপেন স্কুলিং-এর ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার ২৩ জুলাই ২০২১ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দশম শ্রেণি এবং একাদশ শ্রেণির ফল প্রকাশ করা হয়েছে।
ন্যাশনাল ইন্সটিটিউট অব ওপেন স্কুলিং-এর https://results.nios.ac.in ওয়েবসাইটে ফলাফল জানা যাচ্ছে।