১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আগ্নেয়াস্ত্র সহ রামপুরহাটে ধৃত দুই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
  • / 0

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  গোপন সূত্রে খবর পেয়ে মাড়গ্রাম যাবার রাস্তার উপর দেশীয় ওয়ান শ‍্যুটার পাইপ গান আগেয়াস্ত্র সহ ২ রাউন্ডে তিনশ তিন কার্তুজ ও একটি ধারালো অস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। ধৃতদের  বাড়ি মাড়গ্রাম থানার রাখাপাড়া। তারা সম্পর্কে দুই ভাই। নাম চঞ্চল হোসেন, উজ্জ্বল হোসেন।  তাদের বিরুদ্ধে আর্মস অ্যকট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হয়। তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

 সোমবার রাতে  গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার মহিলা এস আই ঝুমুর সিনহার নেতৃত্বে পুলিশের একটি দল দুষ্কৃতীদেরকে হাতেনাতে ধরে ফেলে।  পুলিশ জানিয়েছে,  ছিনতাই করার উদ্দেশ্য তারা  দাড়িয়ে ছিল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগ্নেয়াস্ত্র সহ রামপুরহাটে ধৃত দুই

আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  গোপন সূত্রে খবর পেয়ে মাড়গ্রাম যাবার রাস্তার উপর দেশীয় ওয়ান শ‍্যুটার পাইপ গান আগেয়াস্ত্র সহ ২ রাউন্ডে তিনশ তিন কার্তুজ ও একটি ধারালো অস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। ধৃতদের  বাড়ি মাড়গ্রাম থানার রাখাপাড়া। তারা সম্পর্কে দুই ভাই। নাম চঞ্চল হোসেন, উজ্জ্বল হোসেন।  তাদের বিরুদ্ধে আর্মস অ্যকট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হয়। তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

 সোমবার রাতে  গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার মহিলা এস আই ঝুমুর সিনহার নেতৃত্বে পুলিশের একটি দল দুষ্কৃতীদেরকে হাতেনাতে ধরে ফেলে।  পুলিশ জানিয়েছে,  ছিনতাই করার উদ্দেশ্য তারা  দাড়িয়ে ছিল।