বিধাননগরে মন্ত্রী সুজিত বসুর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে শতাধিক কর্মী

- আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার
- / 0
পুবের কলম প্রতিবেদক: বিধাননগরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী-সমর্থক। শনিবার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা দফতরের মন্ত্রী সুজিত বসুর হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। শনিবার সন্ধ্যায় বিধাননগর পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রবীর সরদার চার বারের বিধায়ক ও মন্ত্রী সুজিত বসুকে সংবর্ধনা জ্ঞাপন করতে এবং ওয়ার্ডের দুঃস্থদের খাদ্য সামগ্রী প্রদানের এক অনুষ্ঠান করেন। সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার ছয়নাভী অটো স্ট্যান্ড সংলগ্ন মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠান থেকে মন্ত্রী সুজিত বসু দলবদলু কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এবং সকলকে জোটবদ্ধ ভাবে কাজ করার আবেদন করেন মন্ত্রী সুজিত বসু। ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রবীর সরদার জানান, নির্বাচনের আগে বিভ্রান্ত হয়ে তৃণমূল ছেড়ে অন্য শিবিরে চলে যান। তাঁরই আবার ভুল বুঝে দলে ফেরার জন্য আবেদন করলে মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে দলে ফেরানো হয়েছে।