২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাসীর হেফাজতে দোয়া হজের খুতবায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্কঃ সউদি আরবের মক্কার ঐতিহাসিক আরাফাত ময়দানে মসজিদে নামিরায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র হজ। সোমবার ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি জোহর ও আসরের নামায এক আযান ও ইকামতে আদায় করেন। সউদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে সালাম দিয়ে হজের খুতবা শুরু করেন দেশটির বিশিষ্ট আলেম– সর্বোচ্চ ওলামা পরিষদ এবং গবেষণা-মুফতি বোর্ডের সদস্য– মক্কার মসজিদুল হারামের ইমাম ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা।
খুতবার শুরুতে তিনি মহান আল্লাহ্তায়ালার প্রশংসা করেন ও মহানবী হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের ওপর দুরুদ পড়েন। এবারের হজে অংশগ্রহণকারী উপস্থিত হাজীদের সুস্থতা চেয়ে দোয়া করেন তিনি। হজের খুতবায় শায়খ বালিলা মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে বলেন, উম্মতে মুসলিমদের উচিত পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও সততা বজায় রাখা। ‘তোমরা আল্লাহ্কে ভয় করো। নিজের নফসকে হেফাজত করো। আল্লাহ্র ওয়াস্তে তোমার প্রতিশ্রুতি পূরণ করো।’
২৫ মিনিট ব্যাপী খুতবার শেষাংশে সউদি সরকারের জন্য দোয়া করেন ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা। সেইসঙ্গে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। রোগ মুক্তির জন্য দোয়া করেন। করোনাকে মহামারি উল্লেখ করে এর থেকে বিশ্ববাসীর হেফাজতের জন্য দোয়া করেন। সর্বাবস্থায় আল্লাহ্র দরবারে যাবতীয় সমস্যার জন্য বেশি বেশি দোয়া করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। খুতবা শেষে জোহরের নামাযের আযান দেওয়া হয়। এরপর খতিব উপস্থিত হাজীদের নিয়ে দুই ইকামতে জোহর ও আসরের নামায আদায় করেন। গতবছরের মতো এ বছরও পবিত্র হজের আরবি খুতবা অন্যান্য খুতবার পাশাপাশি দ্বিতীয় বারের মতো বাংলা ভাষাতেও অনুবাদ করে সম্প্রচার করা হয়েছে। বাংলাভাষা ছাড়াও বাকি নয়টি ভাষা হলো ইংরেজি– মালয়– উর্দু– ফার্সি– ফ্রেঞ্চ– মান্দারিন– তুর্কি– রুশ ও হাবসি। ২০১৯ সালের পবিত্র হজে পাঁচ ভাষায় হজের খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্ববাসীর হেফাজতে দোয়া হজের খুতবায়

আপডেট : ২০ জুলাই ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ সউদি আরবের মক্কার ঐতিহাসিক আরাফাত ময়দানে মসজিদে নামিরায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র হজ। সোমবার ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি জোহর ও আসরের নামায এক আযান ও ইকামতে আদায় করেন। সউদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে সালাম দিয়ে হজের খুতবা শুরু করেন দেশটির বিশিষ্ট আলেম– সর্বোচ্চ ওলামা পরিষদ এবং গবেষণা-মুফতি বোর্ডের সদস্য– মক্কার মসজিদুল হারামের ইমাম ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা।
খুতবার শুরুতে তিনি মহান আল্লাহ্তায়ালার প্রশংসা করেন ও মহানবী হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের ওপর দুরুদ পড়েন। এবারের হজে অংশগ্রহণকারী উপস্থিত হাজীদের সুস্থতা চেয়ে দোয়া করেন তিনি। হজের খুতবায় শায়খ বালিলা মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে বলেন, উম্মতে মুসলিমদের উচিত পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও সততা বজায় রাখা। ‘তোমরা আল্লাহ্কে ভয় করো। নিজের নফসকে হেফাজত করো। আল্লাহ্র ওয়াস্তে তোমার প্রতিশ্রুতি পূরণ করো।’
২৫ মিনিট ব্যাপী খুতবার শেষাংশে সউদি সরকারের জন্য দোয়া করেন ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা। সেইসঙ্গে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। রোগ মুক্তির জন্য দোয়া করেন। করোনাকে মহামারি উল্লেখ করে এর থেকে বিশ্ববাসীর হেফাজতের জন্য দোয়া করেন। সর্বাবস্থায় আল্লাহ্র দরবারে যাবতীয় সমস্যার জন্য বেশি বেশি দোয়া করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। খুতবা শেষে জোহরের নামাযের আযান দেওয়া হয়। এরপর খতিব উপস্থিত হাজীদের নিয়ে দুই ইকামতে জোহর ও আসরের নামায আদায় করেন। গতবছরের মতো এ বছরও পবিত্র হজের আরবি খুতবা অন্যান্য খুতবার পাশাপাশি দ্বিতীয় বারের মতো বাংলা ভাষাতেও অনুবাদ করে সম্প্রচার করা হয়েছে। বাংলাভাষা ছাড়াও বাকি নয়টি ভাষা হলো ইংরেজি– মালয়– উর্দু– ফার্সি– ফ্রেঞ্চ– মান্দারিন– তুর্কি– রুশ ও হাবসি। ২০১৯ সালের পবিত্র হজে পাঁচ ভাষায় হজের খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিল।