সিউড়ি শুট আউট ঘটনার জেরে, ব্যাঙ্ক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক

- আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার
- / 0
দেবশ্রী মজুমদার, বোলপুর: সিউড়ি শুট আউট ঘটনার জেরে, ব্যাঙ্ক আধিকারিকদের নিয়ে সতর্কতামূলক প্রশাসনিক বৈঠক হল বোলপুর পুরসভার উৎসর্গ মঞ্চ প্রেক্ষাগৃহে। শুক্রবার টানা ঘন্টা খানেক বৈঠক হয় পুলিশ আধিকারিক ও শতাধিক ব্যাঙ্ক কর্তৃপক্ষদের নিয়ে। জুলাই মাসের ১৩ তারিখে সিউড়ি শহরের জনবহুল এলাকায় ৫ দুষ্কৃতী ঋণ দেওয়ার সংস্থা লুঠ করতে আসে। তার জেরে প্রকাশ্য গুলি বিদ্ধ হন এক ব্যক্তি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে, এসডিপিও অভিষেক রায়, সহ দুই থানার অফিসার ইনচার্জ।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কী ভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে তা খতিয়ে জেনে নেওয়া ও একই সঙ্গে ব্যাঙ্ক নিরাপত্তা রক্ষীদের কী ভূমিকা থাকছে তা নিয়ে এক প্রস্থ আলোচনা হয়।

এসডিপিও (বোলপুর) অভিষেক রায় জানান, যে বোলপুর শহরের নিরাপত্তা ও শহর বাসিন্দাদের রক্ষার জন্য পুলিশ সর্বদা সক্রিয়। শহরের সমস্ত সিসি টিভি মনিটরিং করা হচ্ছে।