১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মহামারি চলাকালীন কোটিপতি হয়েছেন বিশ্বের ৫০ লক্ষ মানুষ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ জুন ২০২১, বুধবার
  • / 1

বিশেষ প্রতিবেদন¬­ কোভিড-১৯ মহামারিতে বৈশ্বিক অর্থনীতির ব্যাপক ক্ষতি সত্ত্বেও ২০২০ সালে বিশ্বজুড়ে অর্ধ কোটিরও বেশি মানুষ নতুন করে কোটিপতি হয়েছেন।
ক্রেডিট সুইসের গবেষণায় দেখা গিয়েছে– বিশ্বের কোটিপতিদের সংখ্যা আরও ৫২ লক্ষ বেড়ে মোট ৫ কোটি ৬১ লক্ষে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদ এবং গ্লোবাল ওয়েলথ রিপোর্টের লেখক অ্যান্থনি শোরকস বলেছেন– ‘মহামারির কারণে বিশ্ব বাজারের ওপর একটি স্বল্পমেয়াদি প্রভাব পড়েছিল– কিন্তু ২০২০ সালের শেষ নাগাদ তার বেশিরভাগ কাটিয়ে ওঠা গেছে।’ তিনি বলছেন– ‘বিশ্বের ধনীদের সম্পদ এই বিপদের মধ্যেও শুধু যে স্থিতাবস্থায় থেকেছে তাই নয়– বরং বছরের দ্বিতীয় ভাগে তা আরও বেড়েছে।’ এই গবেষণায় দেখা গিয়েছে– বিশ্বে সম্পদের পরিমাণ বেড়েছে ৭.৪ শতাংশ। একুশ শতকের শুরুতে যে পরিমাণ মানুষের কাছে অন্তত ১০ হাজার ডলার এবং এক লক্ষ ডলার ছিল– তাদের সংখ্যা এখন তিনগুণ বেড়েছে। ২০০০ সালে এরকম মানুষের সংখ্যা ছিল ৫০ কোটি ৭০ লক্ষ– ২০২০ সাল নাগাদ সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ কোটিতে। গবেষকরা বলছেন– এই সম্পদ বৃদ্ধির কারণ হচ্ছে– উদীয়মান অর্থনীতির দেশগুলোর সমৃদ্ধি বেড়েই চলেছে– বিশেষ করে চিনের। এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোতেও মধ্যবিত্তদের বিকাশ হচ্ছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহামারি চলাকালীন কোটিপতি হয়েছেন বিশ্বের ৫০ লক্ষ মানুষ

আপডেট : ২৩ জুন ২০২১, বুধবার

বিশেষ প্রতিবেদন¬­ কোভিড-১৯ মহামারিতে বৈশ্বিক অর্থনীতির ব্যাপক ক্ষতি সত্ত্বেও ২০২০ সালে বিশ্বজুড়ে অর্ধ কোটিরও বেশি মানুষ নতুন করে কোটিপতি হয়েছেন।
ক্রেডিট সুইসের গবেষণায় দেখা গিয়েছে– বিশ্বের কোটিপতিদের সংখ্যা আরও ৫২ লক্ষ বেড়ে মোট ৫ কোটি ৬১ লক্ষে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদ এবং গ্লোবাল ওয়েলথ রিপোর্টের লেখক অ্যান্থনি শোরকস বলেছেন– ‘মহামারির কারণে বিশ্ব বাজারের ওপর একটি স্বল্পমেয়াদি প্রভাব পড়েছিল– কিন্তু ২০২০ সালের শেষ নাগাদ তার বেশিরভাগ কাটিয়ে ওঠা গেছে।’ তিনি বলছেন– ‘বিশ্বের ধনীদের সম্পদ এই বিপদের মধ্যেও শুধু যে স্থিতাবস্থায় থেকেছে তাই নয়– বরং বছরের দ্বিতীয় ভাগে তা আরও বেড়েছে।’ এই গবেষণায় দেখা গিয়েছে– বিশ্বে সম্পদের পরিমাণ বেড়েছে ৭.৪ শতাংশ। একুশ শতকের শুরুতে যে পরিমাণ মানুষের কাছে অন্তত ১০ হাজার ডলার এবং এক লক্ষ ডলার ছিল– তাদের সংখ্যা এখন তিনগুণ বেড়েছে। ২০০০ সালে এরকম মানুষের সংখ্যা ছিল ৫০ কোটি ৭০ লক্ষ– ২০২০ সাল নাগাদ সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ কোটিতে। গবেষকরা বলছেন– এই সম্পদ বৃদ্ধির কারণ হচ্ছে– উদীয়মান অর্থনীতির দেশগুলোর সমৃদ্ধি বেড়েই চলেছে– বিশেষ করে চিনের। এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোতেও মধ্যবিত্তদের বিকাশ হচ্ছে।