মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের কলকাতায় বাড়ল রান্নার গ্যাসের দাম

- আপডেট : ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা কিছুটা স্বস্তি দিলেও আমজনতা উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। পেট্রোল, ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে এবার রান্নার গ্যাসের দামও একই পথে হাঁটল। ফলে মধ্যবিত্তের সংসারের হেঁশেল টান পড়তে চলেছে।
মাসের শুরুতেই আমজনতার মুখের হাসি কেড়ে নিয়ে ১ জুলাই থেকে রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে সিলিন্ডার পিছু ২৫ টাকা ৫০ পয়সা। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার আগে কিনতে হতো ৮৪৬ টাকায়। আজ থেকে সেই ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে ৮৬১.৫০ টাকায়। এই নিয়ে এলপিজি সিলিন্ডারের দাম মোট ১৪০ বার বাড়ল। ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৬২৯ টাকা। পাশাপাশি দিল্লি ও মুম্বইতে গ্যাসের দাম হল ৮৩৪ টাকা, ৫০ পয়সা। গ্যাস সিলিন্ডারের দাম ৮৪ টাকা বাড়িয়েছে তেল কোম্পানি গুলি। নভেম্বর থেকেই ক্রুড অয়েল এবং পেট্রোলিয়াম জাতীয় পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে ধাপে ধাপে বাড়ছে। যেহেতু ভারত ক্রুড অয়েলের উপর নির্ভরশীল, সেই কারণেই পেট্রোলিয়াম জাত পণ্যের ঘরোয়া বাজারে দাম ঊর্ধ্বমুখী।