ব্রাজিলের কিংবদন্তি দলের বিরুদ্ধে নামছে ভারত
- আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্ক: রোনাল্ডো, রিভাল্ডো, কাফু, কাকা, রোনাল্ডিনহো, এডারসন। এটা ব্রাজিলের বিশ্বজয়ী দল। যে দল পাসিং ফুটবলে এগোতে থাকলে অন্য দলের তাল তো কাটবেই। এটা জানা কথা। ফের একবার কি সেই তাল কাটতে allindiafootballচলেছে বিশ্ব ফুটবলে? কারণ এই দলের বিরুদ্ধে ভারতের ফুটবল দলের মতো দল যদি খেলে তাহলে ফলাফল কি হতে পারে? আশঙ্কা প্রকাশ করছেন তো? সেই আশঙ্কার প্রহরেই দিন গুনছে ভারতীয় ফুটবল। কারণ ৩০ মার্চ চেন্নাইয়ে বিশ্বজয়ী কিংবদন্তি ব্রাজিল দল খেলতে আসছে ভারতের বিরুদ্ধে। ব্রাজিল অলস্টার একাদশ এই ম্যাচে খেলবে ভারত অল স্টার একাদশের বিরুদ্ধে। আর এই ম্যাচ ঘিরে দক্ষিণ ভারতের এই শহরটি এখন বুক বাঁধছে। ক্রিকেটের শহর চেন্নাইয়ে যেন ফুটবল কার্নিভাল আয়োজিত হতে চলেছে। ভারতীয় সংßৃñতি বনাম সাম্বা। এভাবেই ফুটবলপ্রেমীরা ম্যাচটিকে দেখতে চলেছেন।
রোনাল্ডো, রিভাল্ডো, কাফু, কাকা, রবার্তো কার্লোসদের কোচ আর এক কিংবদন্তি দুঙ্গা। আর সেই দলের বিরুদ্ধে ভারত খেলবে এদেশের কিংবদন্তি প্রশান্ত বন্দোপাধ্যায়ের কোচিংয়ে। কিন্তু দল এখনও ঠিক করে উঠতে পারেননি প্রশান্ত। তিনি চাইছেন রহিম, নবি, মেহতাব হোসেন, সুব্রত পাল, সুনীল ছেত্রীদের মতো ফুটবলারদের যারা মাত্র কিছুদিন আগে জাতীয় ফুটবল থেকে অবসর নিলেও এখনও খেলার মধ্যে রয়েছেন। গোলা বারুদ ঠাসা ব্রাজিলের এই দলের বিরুদ্ধে জেতা তো দূরের কথা, কতটা কম গোল খাওয়া যায়, সেই পরিকল্পনা করছেন ভারত অলস্টার একাদশের কোচ প্রশান্ত বন্দোপাধ্যায়।