দেশে আসছে মডার্না টিকা

- আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্কঃ দেশবাসীর জন্য সুখবর! ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেল মর্ডানা টিকা। আমেরিকা থেকে এই টিকা আমদানির জন্য দেশের ওষুধ নিয়ামক সংস্থা ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-র কাছে আবেদন করেছিল ওষুধ সংস্থা সিপলা। মঙ্গলবার সেই আবেদনে সাড়া দিয়ে সিপলাকে ওই টিকা আমদানির অনুমতি দিল ডিসিজিআই। এ কথা জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ভি কে পল।
কোভিশিল্ড– কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি-এর পর এবার মার্কিন টিকা মর্ডানা। মডার্নার ভ্যাকসিন আমদানি ও সরবরাহের জন্য ডিসিজিআইয়ের ছাড়পত্র চেয়েছিল ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলা। মঙ্গলবার সেই ছাড়পত্র দিল ডিসিজিআই। এই টিকা ১৮ বছরের বেশি বয়সিদের প্রদান করা হবে। ১৮ বছরের কম বয়সিদের টিকাকরণ এখনও হচ্ছে না।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার জানায়– কোনও বিদেশি টিকা আমেরিকার মতো দেশে জরুরি অবস্থার জন্য ছাড়পত্র পেলে– ট্রায়াল ও সুরক্ষার বিষয়টি যাচাই না করেই প্রথম ১০০ জনকে সেই টিকা বা ওষুধ দেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়া যেতে পারে। কেন্দ্রের সেই শর্তকে মাথায় রেখে মডার্নার ভ্যাকসিন আমদানি করার অনুমতি চেয়ে আবেদন জানায় সিপলা। মডার্নার ভ্যাকসিন করোনার ক্ষেত্রে ৯০ শতাংশ কার্যকরী বলে দাবি সংস্থার। মডার্নাকে আমেরিকা প্রথম জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয় ১৯ ডিসেম্বর। কানাডা অনুমোদন দেয় ২৩ ডিসেম্বর। এরপর অনুমোদন দেয় ইউরোপীয় এজেন্সিও। এই টিকার দুটি ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন ভিকে পল।