হকিতে নিউজিল্যান্ডকে হারিয়ে অলিম্পিক অভিযান শুরু করল ভারতের ছেলেরা
- আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
- / 1
পুবের কলম ওয়েবডেস্কঃ জমে উঠেছে টোকিও অলিম্পিকের লড়াই। ভারতের খেলোয়াড়দের ভালোয় মন্দয় মিশিয়ে শুরু হল শনিবারের পদক জয়ের লড়াই।
হকিতে জয় দিয়ে যাত্রা শুরু ভারতের ছেলেদের হকিতে পুল-এ’র প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে পরাজিত করেন ভারত। ভারতের হয়ে ২৬ ও ৩৩ মিনিটে জোড়া গোল করেন হরমনপ্রীত সিং। ১০ মিনিটের মাথায় অপর গোলটি করেন রুপিন্দর পাল সিং। নিউজিল্যান্ডের হয়ে ৬ মিনিটে প্রথম গোল করেন কেন রাসেল। পরে ৪৩ মিনিটের মাথায় স্টিফেন জেনেস দ্বিতীয় গোল করেন।
ভারতীয় হকি দল প্রথম ম্যাচেই শক্তিশালী নিউ জিল্যান্ডকে হারিয়েছে। ম্যাচের ফল ভারতের পক্ষে ৩-২। ছেলেদের হকিতে পুল-এ’র প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছেন শ্রীজেশ, রূপিন্দররা।