ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে, অভিযোগ নাসের, আথারটনের
- আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করলেন ইংল্যান্ডের দুই প্রাক্তন তারকা নাসের হুসেন এবং মাইক আথারট্ন। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান অথচ নিরাপত্তার কারণে ভারতীয় দল নিজেদের সবকটি ম্যাচ খেলছে দুবাইয়ে।
এই প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলেন, ” অন্য দলগুলো যখন বিভিন্ন ভেন্যুতে ম্যাচ খেলছে, সেখানে ভারত শুধু দুবাইয়ে খেলছে। ওদের অন্য কোথাও যেতে হচ্ছে না। তারা পিচ সম্পর্কে জানে। সেই অনুযায়ী দল নির্বাচন করেছে। ভারতীয় দলে কেন এতজন স্পিনার, তাই নিয়ে সে দেশের মিডিয়াতেই প্রশ্ন উঠেছিল। কেন, এখন আমরা সেটা দেখতে পাচ্ছি।”
এই প্রসঙ্গে একই সুর শোনা গিয়েছে আর এক প্রাক্তন ইংরেজ অধিনায়ক আথারটনের গলায়। তিনি বলেন, ” ভারত পুরো টুর্নামেন্ট এক জায়গায় খেলছে। পাকিস্থান প্রতিযোগিতার আয়োজক দেশ, আর ভারত ঘরের মাঠের সুবিধা পাচ্ছে। এই সুবিধা পাওয়াটা আটকানো যাবে না। কিন্তু অস্বীকারও করা যাবে না। তবে ভারতীয় দল কতটা সুবিধা পাচ্ছে, সেটা মাপা কঠিন।’