শুধু ব্যাগ–পত্তর আর টাকা পয়সা নিলেই হবে না, লাক্ষাদ্বীপ যেতে হলে লাগবে পারমিট

- আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার
- / 0
পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফরের পর লাক্ষাদ্বীপ নিয়ে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। অনেকেই গুগলে লাক্ষাদ্বীপ সার্চ করে ভার্চুয়ালি পাড়ি দিচ্ছেন লাক্ষাদ্বীপ। কিন্তু সশরীরে লাক্ষাদ্বীপ যেতে হলে শুধু টাকা পয়সা, ব্যাগ–পত্তর আর বিমানের টিকিট থাকলে কিন্তু হবে না। লাক্ষাদ্বীপে যেতে লাগে পারমিট। কিন্তু দেশের মধ্যে সফরের জন্য কেন পারমিট লাগবে? এই প্রশ্নের উত্তর হল লাক্ষাদ্বীপ ভারতের জল সীমান্তের কাছে। সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন আছে, তাই সেখানে যেতে গেলে সরকারের কাছ থেকে পারমিট নিতে হয়।
দুই ভাবে এই পারমিট পাওয়া য়ায়। একটি অনলাইন, অন্যটি অফলাইন। তবে অফলাইনের থেকে অনলাইনে পারমিট সংগ্রহ করা অনেক বেশি সহজ।
অনলাইন পারমিট: প্রথমে ই পার্মিট পোর্টাল (https://epermit.utl.gov.in/pages/signup) এ যেতে হবে। এরপর একাউন্ট তৈরি করতে হবে। নিজের নাম, পরিচয় সহ অন্যান্য তথ্য দিতে হবে। কোন দ্বীপে থাকতে চাইছে এবং কোনদিন গিয়ে কবে ফিরতে চাইছে সেটা জানাতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র (পরিচয়পত্র, ছবি ইত্যাদি) আপলোড করতে হবে। ফি জমা দিতে হবে। যেদিন ঘুরতে যাওয়ার কথা, ঠিক তার ১৫ দিন আগে পারমিট ই মেল মারফত পেয়ে যাবে পর্যটক।
অফলাইন পারমিট: লাক্ষাদ্বীপ প্রশাসনের ওয়েবসাইট থেকে এপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। কাভারাত্তির ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকেও সংগ্রহ করা যায়। ফর্ম ফিল আপ করা হলে প্রয়োজনীয় কাগজপত্র তার সঙ্গে দিতে হবে। এরপর কালেক্টরের অফিসে জমা দিতে হবে। এই পদ্ধতি অবলম্বন করলে সময় অনেক বেশি নষ্ট হয়। তাই ঘুরতে যাওয়ার অনেক আগে আবেদন করতে হবে।
লাক্ষাদ্বীপের পারমিটের জন্য প্রয়োজনীয় নথিপত্র: পাসপোর্ট সাইজ ছবি, অধার–ভোটার বা প্যান কার্ডের ফটোকপি, ফ্লাইটের টিকিট বা বোট রিজারভেশন, যে হোটেল বা রিসর্টে থাকা হবে তার বুকিং কনফার্মেশন এর প্রমাণ।
এরপর যে পারমিট পাওয়া যাবে, তা ৩০ দিন ব্যবহার করা যাবে। একবার পারমিট তৈরি করিয়ে ৩০ দিনের বেশি থাকা যাবে না। ৩০ দিনের বেশি থাকতে চাইলে নতুন করে পারমিটের জন্য আবেদন করতে হবে।
কোচি থেকে বিমানে অথবা বোট বা জল জাহাজে চেপে লাক্ষাদ্বীপ যাওয়া যায়।