১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শান্তিনিকেতনে অবৈধ নির্মাণ রুখে দিল আদিবাসীরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 1

দেবশ্রী মজুমদার, বোলপুর: আদিবাসীদের জমি জবরদখল রুখে দিল আদিবাসীরাই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার অধীন বনেরপুকুর আদিবাসী অধ্যুিষিত এলাকাতে। অভিযোগ, আদিবাসী জমি অধিগ্রহণ করে তার উপর নির্মাণ কাজ চলছিল জোরকদমে।
“আদিবাসী জাকাম” নামে একটি সংগঠন আন্দোলন শুরু করতেই বন্ধ হয় নির্মাণ কাজ।
এদিন ওই এলাকাতে পরিদর্শন করেন শ্রীনিকেতন ব্লকের আধিকারিক ও রূপপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান। আদিবাসী সমাজ সংগঠনের নেতা রতন মার্ডি বলেন, আদিবাসী সম্প্রদায়ের জমি অন্যান্য কোনও ব্যক্তি ক্রয় বিক্রয় করতে পারে না। অথচ আদিবাসী জমি অবৈধভাবে দখল করে, তার উপর নির্মাণ কাজ শুরু করে। শোনা যাচ্ছে, ওখানে রাসায়নিক কারখানা হবে। জনবসতি এলাকাতে তো এসব হতে পারে। বনের পুকুর আদিবাসী এলাকার প্রাকৃতিক পরিবেশও নষ্ট হতে পারে। তার জন্য নির্মাণ বন্ধ করতে আমাদের এই আন্দোলন।
স্থানীয় বাসিন্দা রাম সোরেন বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোথাও কোনও আদিবাসী জমি অধিগ্রহণ করা যাবে না। তা সত্ত্বেও বীরভূমের শান্তিনিকেতন এই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
রূপপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান রন্দ্রেনাথ সরকার জানান, অভিযোগ পাওয়া মাত্র নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। জমি মালিক ও নির্মাণকারীদের বলা হয়েছে শ্রীনিকেতন বিডিও অফিসে গিয়ে নির্মাণ সংক্রান্ত সমস্ত কিছু নথিপত্র দিয়ে আসতে না হলে নির্মাণ বন্ধ রাখতে হবে।
কোনও রকম নিয়ম বহির্ভূত বিষয় হলে নির্মাণকারীদের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শান্তিনিকেতনে অবৈধ নির্মাণ রুখে দিল আদিবাসীরা

আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার

দেবশ্রী মজুমদার, বোলপুর: আদিবাসীদের জমি জবরদখল রুখে দিল আদিবাসীরাই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার অধীন বনেরপুকুর আদিবাসী অধ্যুিষিত এলাকাতে। অভিযোগ, আদিবাসী জমি অধিগ্রহণ করে তার উপর নির্মাণ কাজ চলছিল জোরকদমে।
“আদিবাসী জাকাম” নামে একটি সংগঠন আন্দোলন শুরু করতেই বন্ধ হয় নির্মাণ কাজ।
এদিন ওই এলাকাতে পরিদর্শন করেন শ্রীনিকেতন ব্লকের আধিকারিক ও রূপপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান। আদিবাসী সমাজ সংগঠনের নেতা রতন মার্ডি বলেন, আদিবাসী সম্প্রদায়ের জমি অন্যান্য কোনও ব্যক্তি ক্রয় বিক্রয় করতে পারে না। অথচ আদিবাসী জমি অবৈধভাবে দখল করে, তার উপর নির্মাণ কাজ শুরু করে। শোনা যাচ্ছে, ওখানে রাসায়নিক কারখানা হবে। জনবসতি এলাকাতে তো এসব হতে পারে। বনের পুকুর আদিবাসী এলাকার প্রাকৃতিক পরিবেশও নষ্ট হতে পারে। তার জন্য নির্মাণ বন্ধ করতে আমাদের এই আন্দোলন।
স্থানীয় বাসিন্দা রাম সোরেন বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোথাও কোনও আদিবাসী জমি অধিগ্রহণ করা যাবে না। তা সত্ত্বেও বীরভূমের শান্তিনিকেতন এই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
রূপপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান রন্দ্রেনাথ সরকার জানান, অভিযোগ পাওয়া মাত্র নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। জমি মালিক ও নির্মাণকারীদের বলা হয়েছে শ্রীনিকেতন বিডিও অফিসে গিয়ে নির্মাণ সংক্রান্ত সমস্ত কিছু নথিপত্র দিয়ে আসতে না হলে নির্মাণ বন্ধ রাখতে হবে।
কোনও রকম নিয়ম বহির্ভূত বিষয় হলে নির্মাণকারীদের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।