২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমণে ভারতকে টপকে গেল ইন্দোনেশিয়া

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার
  • / 4

পুবের কলম, ওয়েবডেস্কঃ দৈনিক করোনা  সংক্রমণের হিসেবে ভারতকে টপকে গেল ইন্দোনেশিয়া। পরপর দু’দিন সংক্রমিতের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছে। মঙ্গলবারের সংক্রমণ গড়েছে নয়া রেকর্ড। আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৯৯ জন। যা ভারতের হিসেবের থেকে অনেকটাই বেশি। এই পরিসংখ্যানই ইঙ্গিত দিচ্ছে, এশিয়ার নয়া কোভিড হটস্পট হয়ে উঠছে ইন্দোনেশিয়া। আর তার পিছনে অন্যতম ফ্যাক্টর করোনার ডেল্টা স্ট্রেন। গত ৭ জুলাই ইন্দোনেশিয়া দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করলেন পরিস্থিতি যে ভয়াবহ হয়ে উঠছে সেদিকেই নির্দেশ করছে সংক্রমণের নতুন হিসেব। অথচ গত মাসেও দৈনিক সংক্রমণ ১০ হাজারের নীচেই ছিল। কিন্তু জুলাইয়ের শুরু থেকেই বাড়তে শুরু করেছে সংক্রমণ। আর এখন তা পৌঁছে গিয়েছে প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই অবস্থায় স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন ইন্দোনেশিয়া প্রশাসন। আমেরিকা, জাপান ও চিনের কাছ থেকে আমদানি করা হচ্ছে ৪০ হাজার টন তরল অক্সিজেন ও ৪০ হাজারের বেশি কনসেনট্রেটর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা সংক্রমণে ভারতকে টপকে গেল ইন্দোনেশিয়া

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দৈনিক করোনা  সংক্রমণের হিসেবে ভারতকে টপকে গেল ইন্দোনেশিয়া। পরপর দু’দিন সংক্রমিতের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছে। মঙ্গলবারের সংক্রমণ গড়েছে নয়া রেকর্ড। আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৯৯ জন। যা ভারতের হিসেবের থেকে অনেকটাই বেশি। এই পরিসংখ্যানই ইঙ্গিত দিচ্ছে, এশিয়ার নয়া কোভিড হটস্পট হয়ে উঠছে ইন্দোনেশিয়া। আর তার পিছনে অন্যতম ফ্যাক্টর করোনার ডেল্টা স্ট্রেন। গত ৭ জুলাই ইন্দোনেশিয়া দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করলেন পরিস্থিতি যে ভয়াবহ হয়ে উঠছে সেদিকেই নির্দেশ করছে সংক্রমণের নতুন হিসেব। অথচ গত মাসেও দৈনিক সংক্রমণ ১০ হাজারের নীচেই ছিল। কিন্তু জুলাইয়ের শুরু থেকেই বাড়তে শুরু করেছে সংক্রমণ। আর এখন তা পৌঁছে গিয়েছে প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই অবস্থায় স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন ইন্দোনেশিয়া প্রশাসন। আমেরিকা, জাপান ও চিনের কাছ থেকে আমদানি করা হচ্ছে ৪০ হাজার টন তরল অক্সিজেন ও ৪০ হাজারের বেশি কনসেনট্রেটর।