ভারতীয় দলে চিন্তার ছায়া, ইশান্ত শর্মার আঙ্গুলে পড়ল তিনটি সেলাই
- আপডেট : ২৫ জুন ২০২১, শুক্রবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ ইংল্যান্ড সিরিজের আগেই চিন্তার ছায়া নেমে এলো ভারতীয় দলে। সম্প্রতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্যাচ চলাকালীন হাতে চোট পেয়েছিলেন ভারতীয় টিমের অন্যতম ফার্স্ট-মিডিয়াম বোলার ইশান্ত শর্মা।যদিও সেই ম্যাচে পরাজয় ঘটে টিম ইন্ডিয়ার।সেই আঙুলেই তিনটি সেলাই পড়েছে তার।
এমনটাই জানা যাচ্ছে টিম ইন্ডিয়া সূত্রে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় ডান হাতের আঙুলে চোট পান। সেই চোটের জায়গাতেই এবার তিনটি সেলাই পড়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জাতীয় দলের সঙ্গে যুক্ত এক সদস্য জানিয়েছেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় আঙুলে চোট পান ইশান্ত।
একটি বল থামাতে গিয়েই ডান হাতের আঙুলে চোট লাগে তাঁর। সেই জায়গায় আপাতত তিনটে সেলাই পড়েছে।” এমনিতেই নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ায় ইংল্যান্ড সিরিজের আগে কিছুটা ব্যাকফুটে ভারতীয় টিম। তার উপর ইশান্ত শর্মার এই ঘটনা কে কেন্দ্র করে চিন্তিত দল। তবে সূত্রের খবর ৪ আগষ্ট থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন দলের অন্যতম নির্ভর যোগ্য এই বোলার।