১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

“স্পাই ম্যালওয়ার” তৈরি করে ফোনে আড়ি পাতছে ইজরায়েল, দাবি ব্রিটিশ সংবাদ সংস্থার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার জন্য “স্পাই ম্যালওয়ার” তৈরি করেছে ইজরায়েল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা গ্রেট ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ানে’ প্রকাশিত একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইজরায়েল ভিত্তিক এনএসও গ্রুপের তৈরি করা স্পাইওয়্যার পেগাসাস সফটওয়ার ব্যবহার করে এই আড়িপাতার ঘটনা ঘটেছে। বিশ্বের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিক্ত্ব যেমন সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, এমনকি কোনো কোনো দেশে ক্ষমতাসীন পরিবারের সদস্যদের স্মার্টফোনেও আড়িপাতা হয়েছে। মূলত কর্তৃত্ববাদী দেশগুলোর সরকার আড়িপাতার কাজে এই স্পাইওয়্যারটি ব্যবহার করেছে।

পেগাসাস মূলত একটি ম্যালওয়্যার। এর ব্যবহারে আইনফোন ও অ্যানড্রয়েড ফোনের সব মেসেজ, ছবি, ইমেইল, কল রেকর্ড বের করা সম্ভব। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়। যার কারণে স্মার্টফোন ব্যবহার না করলেও এটি আশপাশ থেকে শব্দ গ্রহণ করতে থাকে।

জানা যায়, যারা এই ম্যালওয়্যার নিয়ে অনুসন্ধান করেছেন তারা এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ফোন নম্বর উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসও–এর গ্রাহকরা এসব নম্বরে আড়ি পেতেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“স্পাই ম্যালওয়ার” তৈরি করে ফোনে আড়ি পাতছে ইজরায়েল, দাবি ব্রিটিশ সংবাদ সংস্থার

আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার জন্য “স্পাই ম্যালওয়ার” তৈরি করেছে ইজরায়েল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা গ্রেট ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ানে’ প্রকাশিত একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইজরায়েল ভিত্তিক এনএসও গ্রুপের তৈরি করা স্পাইওয়্যার পেগাসাস সফটওয়ার ব্যবহার করে এই আড়িপাতার ঘটনা ঘটেছে। বিশ্বের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিক্ত্ব যেমন সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, এমনকি কোনো কোনো দেশে ক্ষমতাসীন পরিবারের সদস্যদের স্মার্টফোনেও আড়িপাতা হয়েছে। মূলত কর্তৃত্ববাদী দেশগুলোর সরকার আড়িপাতার কাজে এই স্পাইওয়্যারটি ব্যবহার করেছে।

পেগাসাস মূলত একটি ম্যালওয়্যার। এর ব্যবহারে আইনফোন ও অ্যানড্রয়েড ফোনের সব মেসেজ, ছবি, ইমেইল, কল রেকর্ড বের করা সম্ভব। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়। যার কারণে স্মার্টফোন ব্যবহার না করলেও এটি আশপাশ থেকে শব্দ গ্রহণ করতে থাকে।

জানা যায়, যারা এই ম্যালওয়্যার নিয়ে অনুসন্ধান করেছেন তারা এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ফোন নম্বর উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসও–এর গ্রাহকরা এসব নম্বরে আড়ি পেতেছে।