২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নিশানায় হামাস ঘাঁটি গাজায় ফের বিমান হামলা ইসরাইলের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ জুলাই ২০২১, শুক্রবার
  • / 1

পুবের কলম ওয়েবডেস্কঃ মিশরের মধ্যস্থতায় জারি হওয়া যুদ্ধবিরতির কদর করতে পারল না ইসরাইল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের একবার বিমান হামলা চালিয়েছে জায়নবাদী ইসরাইল। হামলা চালানোর কথা নিশ্চিত করে ইসরাইল ডিফেন্স েফার্সেস টু্যইট করে জানায়– গাজা থেকে ইসরাইলে নিক্ষেপ করা অগ্নি বেলুনের জবাব দিতেই যুদ্ধবিমান থেকে হামাসের গবেষণাগার ও অস্ত্রাগারে েবামা বর্ষণ করা হয়েছে।’ সাম্প্রতিক এই হামলার বিষয়ে এখনও েকানও মন্তব্য করেনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এর আগে মে মাসের ১০ থেকে ২১ তারিখ পর্যন্ত গাজা উপত্যকায় বারংবার অভিযান চালিয়ে ফিলিস্তিনের ২৮৯জন নিরীহ নাগরিককে হত্যা করেছে ইসরাইল। আহতের সংখ্যা সহস্টËাধিক। ইসরাইলি হামলার জবাবে গাজা থেকেও হাজার হাজার রকেট রাজধানী তেল আবিব অভিমুখে নিক্ষেপ করা হয়েছিল। তবে নতুন করে ফের একবার গাজায় বিমান হামলা চালিয়ে যুদ্ধকে উস্কে দিতে চাইছে ইসরাইলের নব্যনির্বাচিত েজাট সরকার। এরই মাঝে আবার পূর্ব জেরুসালেমের শেখ জাররা বসতি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে এক রায় দিচ্ছে ইসরাইলি আদালত। সেই রায় েঘাষণা নিয়ে জেরেুসালেম– ওয়েস্টব্যাঙ্কে প্রতিবাদ মিছিল করছেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। মজলুমদের হক আদায়ের সংগ্রাম জারি থাকলেও খুনি ইহুদি তাদের সেনা টার্গেট করে চলেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর উচ্ছেদ অভিযান ও ধরপাকড় থেমে নেই। পবিত্র আলআকসা মসজিদ চত্ত্বরেও উগ্র জাতীয়তাবাদী দখলদার শক্তি দমনপীড়ন অব্যাহত রেখেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিশানায় হামাস ঘাঁটি গাজায় ফের বিমান হামলা ইসরাইলের

আপডেট : ২ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মিশরের মধ্যস্থতায় জারি হওয়া যুদ্ধবিরতির কদর করতে পারল না ইসরাইল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের একবার বিমান হামলা চালিয়েছে জায়নবাদী ইসরাইল। হামলা চালানোর কথা নিশ্চিত করে ইসরাইল ডিফেন্স েফার্সেস টু্যইট করে জানায়– গাজা থেকে ইসরাইলে নিক্ষেপ করা অগ্নি বেলুনের জবাব দিতেই যুদ্ধবিমান থেকে হামাসের গবেষণাগার ও অস্ত্রাগারে েবামা বর্ষণ করা হয়েছে।’ সাম্প্রতিক এই হামলার বিষয়ে এখনও েকানও মন্তব্য করেনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এর আগে মে মাসের ১০ থেকে ২১ তারিখ পর্যন্ত গাজা উপত্যকায় বারংবার অভিযান চালিয়ে ফিলিস্তিনের ২৮৯জন নিরীহ নাগরিককে হত্যা করেছে ইসরাইল। আহতের সংখ্যা সহস্টËাধিক। ইসরাইলি হামলার জবাবে গাজা থেকেও হাজার হাজার রকেট রাজধানী তেল আবিব অভিমুখে নিক্ষেপ করা হয়েছিল। তবে নতুন করে ফের একবার গাজায় বিমান হামলা চালিয়ে যুদ্ধকে উস্কে দিতে চাইছে ইসরাইলের নব্যনির্বাচিত েজাট সরকার। এরই মাঝে আবার পূর্ব জেরুসালেমের শেখ জাররা বসতি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে এক রায় দিচ্ছে ইসরাইলি আদালত। সেই রায় েঘাষণা নিয়ে জেরেুসালেম– ওয়েস্টব্যাঙ্কে প্রতিবাদ মিছিল করছেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। মজলুমদের হক আদায়ের সংগ্রাম জারি থাকলেও খুনি ইহুদি তাদের সেনা টার্গেট করে চলেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর উচ্ছেদ অভিযান ও ধরপাকড় থেমে নেই। পবিত্র আলআকসা মসজিদ চত্ত্বরেও উগ্র জাতীয়তাবাদী দখলদার শক্তি দমনপীড়ন অব্যাহত রেখেছে।