ঘরছাড়াদের ঘরে ফেরানোর দায়িত্ব আমাদের: শতাব্দী

- আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার
- / 4
দেবশ্রী মজুমদার, বীরভূম: বীরভূমে কিছু জায়গাতে মানবাধিকার কমিশনের পরিদর্শনকে ‘বিরোধী রাজনীতির একটি অসহায় ইস্যু’ বলে মুরারই এক ব্লকের আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্তব্য করেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, নির্বাচনে বিপুল জনাদেশের পর বিরোধী রাজনৈতিক দল কোন ইস্যু পাচ্ছে না। তাই এগুলো আঁকড়ে ধরছে। কমিশনকে বলব সঠিক রিপোর্ট করুন। তবুও আমি বলব, যদি সত্যি কেউ ঘরছাড়া থাকে তাদের ঘরে ফেরানোর দায়িত্ব আমাদের। আমরা তাদের ফেরাব। এদিন মুরারইতে এক ও দুই ব্লকে বিডিও ছাড়াও নলহাটি দুই ব্লকে আলোচনা করেন। সেখানে উপস্থিত ছিলেন বিডিও হুমায়ুন চৌধুরী ও তৃণমূল জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য্য ছাড়াও অন্যান্যরা।
সাংসদ বলেন, এম ল্যাডের টাকা পুরো আসে নি। এলে প্রথমে যে বড় কাজ অর্থাভাবে আটকে আছে তাকে প্রাথমিক গুরুত্ব দেওয়া হবে। এদিনের আলোচনা সভায় প্রাথমিকভাবে কোভিড পরিস্থিতিকে সামনে রেখে কি কি আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেব্যাপারে আধিকারিকদের সঙ্গে এক প্রস্থ আলোচনা সারেন তিনি। এছাড়াও দেবগ্রাম ঘাটে সেতু, লোহাপুর মোড়গ্রাম বাইপাস রাস্তা, অবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন সরবরাহ, লোহাপুর স্টেশনে দুএকটা এক্সপ্রেস ট্রেন স্টপেজ ইত্যাদি বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। জাতীয় সড়ক নিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে সাংসদ বলেন, জাতীয় সড়ক নিয়ে বহুবার সংসদে তিনি আবেদন করেন। ইতিপূর্বে যেটুকু কাজ হয়েছে তার আবেদনের ভিত্তিতে হয়েছে। বিরোধীরা যদি চান, পথে আন্দোলন না করে আমার সঙ্গে বসুন। জাতীয় সড়কের ব্যাপারে যে পদক্ষেপ তারা চান, আমি করতে রাজি আছি।